পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8ミ মুর্শিদাবাদের ইতিহাস। করেন ও তাহাকে বাঙ্গলার রাজধানীরূপে পরিণত করার চেষ্টt প্রবৃত্ত হন। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, উইলিয়ম নরিস নবগঠিত ইংলিশ কোম্পানীর পক্ষ হইতে ইংলণ্ডাধিপের দূত, স্বরূপ বাদসাহদরবারে উপস্থিত হন। _নৰ্বিসু, ১৬১০ খ্রঞ্জন্ধের শেষ ভাগে ভারতবর্ষে এবং ১৭০৩ খৃষ্টালের ডিaে স্বর মাসে মছলীপত্তন হইতে সুরাটে-উপস্থিত হইয়া, পর বুৎফুরের প্রথমেই বাদসাহদরবারে প্রবেশ করার অধিকার লাভ করেন। সেই সময়ে লিটলটন ইংলিশ কোম্পানীর অধ্যক্ষরূপে হুগলীতে অবস্থিতি করিতেছিলেন। নরিন যে সময়ে সম্রাটের নিকট নূতন কোম্পানীর বাণিজ্যাধিকারের প্রস্তাব করিতে প্রবৃত্ত হন, সেই সময়ে ইংরাজ জলদস্যগণ স্বরাট ও মক্কার মধ্যে যে সকল মোগল জাহাজ গতায়াত করিত তাহাদের প্রতি অত্যাচার করায়,বাদসাহ ইংরাজদিগের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হইয় উঠেন। এই দ্যুতসম্বন্ধে উভয় কোম্পানী পরস্পরের প্রতি দোষারোপ করিত । ৫ তৎকালে যে কয়খানি মোগল জাহাজ ইংরাজ দস্থ্যগণ কর্তৃক ধৃত হইয়াছিল, সেইগুলি যাহতে প্রত্যৰ্পিত হয় ও ভবিষ্যতে এরূপ ঘটনার জন্ত নরিস যদি দায়ী হইতে স্বীকৃত হন, তাহা হইলে নরিসের প্রস্তাব বিবেচিত হইতে পারে বলিয়া উজীর স্বীয় মন্তব্য প্রকাশ করেন । নরিম্ তাহাতে স্বীকৃত না হওয়ায়, কোন বিষয় স্থির হইল না। সম্রাট জলদস্যগণের অত্যাচারে এরূপ ক্রুদ্ধ হইয়াছিলেন যে, অবশেষে ১৭০১ খৃষ্টাব্দের শেষ ভাগে তিনি ইংরাজ কোম্পানী। • Wilson's Annals vdl. I.