পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\\፡” মুর্শিদাবাদের ইতিহাস । দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, এবং তাহারা সেই উদ্দেশ্যে 0. খে যাত্রা করিলে মহারাষ্ট্ৰীয়সর্দার মলহর রাওকর্তৃক আক্রান্ত হইয়া দিল্লী অভিমুখে পলায়ন করেন Lআমীর-উলওমর পরিশেষে ১৭৫৪ খৃষ্টাব্দের জুলাই মাসে সম্রাটকে স্থত করিয়া প্তাহার চক্ষু উৎপাটন করিয়া ফেলেন, এবং জাহানারের পুত্র এজুদ্দীনকে সিংহাসনে বসাইয়া দেন। এজুদ্দীন দ্বিতীয় অলিম্ গীর উপাধি গ্রহণ করিয়া দিল্লীসাম্রাজ্যের অধীশ্বররাপে বিঘোষিত হন। ঐ সময়ে উজীর সফদর জঙ্গের মৃত্যু হওয়ার আমীর-উলওমর নিজেই উজীয়ের পদ গ্রহণ করেন। সফদরের পুত্র মুজা মৃত্যু হইলে তাহার অপ্রাপ্তবয়স্ক পুত্রকে সেই পদ প্রদান করা হয়। মীর মনুর স্ত্রী প্রকৃত প্রস্তাবে শাসনকাৰ্য্য পরিচালন করিতে ছিলেন। তিনি আবদালীর অধিকার হইতে লাহোর ও মুলতান পুনগ্রহণের ইচ্ছা করিয়া স্বীয় শ্বশুর হস্ত হইতে বলপূর্বক উক্ত দেশদ্বয় কাড়িয়া লন । আমেদ তাহ অবগত হইয়া ‰ዓ¢¢ খৃষ্টাব্দে ভারতবর্ষে আসিয়া উপস্থিত হইলে উজীর তাহার খঞ্জর দ্বারা সন্ধিস্থাপনের প্রস্তাব করিয়া পাঠান, আমেদ অনেক অর্থ প্রার্থনা করিয়া দিল্লী-অভিমুখে অগ্রসর হন। সম্রাট আলম লীর রাজধানীর সমস্ত তোরণারই উন্মুক্ত করিয়া দেন। উজীর অর্থ - সংগ্রহের জন্ত দোয়াবাঞ্চলে যাত্র করেন । । স্থরজ মধ্যে মারাভয় উপস্থিত হওয়ায় তিনি স্বদেশ প্রত্যাগমনে বাধ্য হন । আলমগীর আমেদের সন্মতিক্রমে উজীরের হস্ত হইতে নিষ্কৃতি