পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vogo মুর্শিদাবাদের ইতিহাস। জাহাজ আটক করিয়া ফৌজদারকে ভয় প্রদর্শন করেন। আজিম ওশ্বান রাজমহলস্থ ইংরাজ বন্দীদিগকে মুক্ত করিয়া দেন। ১৭.২ খৃষ্টাব্দের শেষ ভাগে ইংরাজদিগের বাণিজ্যপরিচালনের জন্য বাদসাহের ঘোষণাপত্ৰ উপস্থিত হয়। দেওয়ান কারতলব খ মুখমুসাবাদে আগমন করার অব্যবহিত পরেই ইংরাজদিগকে বাণিজ্যাদেশ দেওয়ার জন্য বিশ হাজার টাকার দাবী করিয়া বসেন। ইংরাজের তাহ প্রদান করিতে অস্বীকৃত হইলে, সমস্ত ইউরোপীয় জাতির নিকট হইতে পূৰ্ব্বপ্রদত্ত ফাৰ্ম্মান বা নিশা তলব করান হয়। ফরাসী ও ওলন্দাজগণ সামুজার প্রদত্ত নিশা উপস্থিত করিয়াছিলেন। কিন্তু ইংরাজেরা তাহ উপস্থিত করিতে না পারায়, তাহার দেওয়ানের কৰ্ম্মচারিবর্গকে সন্তুষ্ট করিয়া কোন রূপে নিস্কৃতি লাভ করেন । কিন্তু দেওয়ানের মনস্তুষ্টি করিতে সক্ষম না হওয়ায়, ইংরাজদিগের বাণিজ্যের বিশেষ কোন রূপ সুবিধা হয় নাই। পুরাতন লণ্ডন কোম্পানী ও নবগঠিত ইংলিশ কোম্পানীর যুক্ত কোম্পানী ও পরস্পরের প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গদেশে ইংরাজদেওয়ান । দিগের বাণিজ্যের নানা প্রকার অসুবিধা ঘটয়াছিল। ১৭০৩ খৃষ্টাব্দ হইতে উভয় কোম্পানী মিলিত হওয়ার চেষ্ট হয় এবং ১৭০৪ খৃষ্টাকে তাহার মিলিত হইয়া “যুক্ত কোম্পানী” নাম ধারণ করে। উভয় কোম্পানী মিলিত হইলেও কিছুদিন পৰ্য্যন্ত উক্ত কোম্পানীদ্বয়ের কোন কোন বিষয়ে স্বতন্ত্র ভাবে কাৰ্য্য পরিচালিত হইয়াছিল। বিয়ার্ড লগুন কোম্পানীর ও লিটণ্টন ইংলিশ কোম্পানীর স্বতন্ত্র অধ্যক্ষের কার্য্য করিতেন। ইংলিশ কোম্পানীর কাউন্সিল