পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। S3% বা মন্ত্রণাসভা হুগলী হইতে কলিকাতায় স্থানান্তরিত করা হয়। উভয় কোম্পানীর অধ্যক্ষদ্বয় স্বতন্ত্র ভাবে কোন কোন কাৰ্য্য করিলেও যুক্ত কোম্পানীর কার্য্যপরিচালনের জন্ত ১৭০৪ খৃষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে একটা কাউন্সিল বা মন্ত্রণাসভা গঠিত হইয়াছিল। তাহাতে রবার্ট হেজেস্, রালফ শেল্ডন, ওয়াইগুর, রসেল, নাইটিঙ্গেল, রেড শ, বাউয়ার এবং প্যাটেল সভ্য নিযুক্ত হন। হেজেস ও শেল্ডন সভাপতির কার্য্য করিতেন। * এইরূপ বন্দোবস্ত “পৰ্য্যায়ক্রমিক শাসনপ্ৰথা" + নামে অভিহিত হইত। কয়েক বৎসর এইরূপ ভাবে কাৰ্য্য নিৰ্ব্বাহিত হওয়ায় পৰ্য্যায়ক্রমিক শাসনপ্রথায় নানারূপ অসুবিধা ঘটতেছে দেখিয়া, কোম্পানীর ডিরেক্টরগণ অবশেষে বাঙ্গালার জন্য একজন স্বতন্ত্র প্রেসিডেন্ট বা অধ্যক্ষ নিযুক্ত করেন। এইরূপে উভয় কোম্পানী মিলিত হইয়া দেওয়ান মুর্শিদকুলী খাঁর নিকট হইতে সনন্দলাভের চেষ্টা করিতে প্রবৃত্ত হয়। যদিও ফোর্ট উইলিয়মকে সুদৃঢ় করিয়া ইরাজের মোগল কৰ্ম্মচারীদিগের নিকট হইতে তাদৃশ অত্যাচারের আশঙ্কা করিতেন না, তথাপি নানা কারণে ঈহাদিগের সনন্দলাভের প্রয়োজন ছিল। ১৭০৩ খৃষ্টাব্দে যে সময়ে উভয় কোম্পানীর মিলনের চেষ্ট হইতেছিল, সে সময়ে লণ্ডন কোম্পানীর যে নামান্তর হইতে পারে, ইহা কোম্পানীর কৰ্ম্মচারিবর্গ দেওয়ানের হৃদয়ঙ্গম করাইতে পারেন নাই। কোম্পানীর বাঙ্গালী প্রতিনিধিগণ উভয় কোম্পানীর পক্ষ হইতে স্বতন্ত্র ভাবে তুিন হাজার

  • Summeries of the Bengal Public Consultation Books.

(Wilson's Annals Vol. 1.) i ‘Rotation Government.” 初