পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। O84

হাজার টাকা চাহিয়া বসেন। ইংরাজ কোম্পানী যখন দেখিলেন , দেওয়ান কিছুতেই সন্মত হইতেছেন না, তখন অগত্য নান উপচার ও অনেক পরিমাণে টাকা দিয়া তাহাকে সন্তুষ্ট করার ও কাণবোজার কুঠীর কার্যপরিচালনের নির্মিত্ত বড়েন ও কী নামক #রাজ প্রতিনিধিদ্বয়কে কাশমবাজারে প্রেরণ করিলেন। কিন্তু ক্টার কার্শমবাজারে পহুছিতে না পহুছিতে বাঙ্গলায় সংবাদ আনি যে, দিল্লীশ্বর আরেঙ্গজেবের মৃত্যু হইয়াছে। এই সাদ পষ্টবামাত্র ইংরাজ কোম্পানী প্রতিনিধিদ্বয়কে কাশমবাজার হইতে প্রত্যাগমনের জন্ত আদেশ পাঠাইলেন।