পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫২ মুর্শিদাবাদের ইতিহাস । সনন্দাদি প্রেরিত হইল। হুগলীর ফৌজদার কথঞ্চিৎ শান্ত মূৰ্ত্তি ধারণ করিলে, কোম্পানী উকীলের দ্বারা সাজাদা ও দেওয়ানের নিকট হইতে কার্য্যোদ্ধারের চেষ্টা করিতে লাগিলেন। কাউন্সিল প্রথমতঃ ১৫ হাজার টাকা দিতে চাহেন, কিন্তু সাজাদা ও দেওয়ান তাহাতে সম্মত না হওয়ায়, আরও ১৫ হাজার টাকা ও এক খানি দর্পণ যুবরাজের ও দুই খানি দেওয়ানের জন্ত প্রেরণ করার প্রস্তাব হয়। কিন্তু র্তাহারা বলিয়া বসেন যে, ওলন্দাজের যখন ৩৫ হাজার টাকা দিয়াছেন তখন ইংরাজদিগকেও তাহাই দিতে হইবে। ৩৫ হাজার টাকার কথা শুনিয়া কোম্পানী কিছুতেই সন্মত হইলেন না এবং তাহারা পরিশেষে ২০ হাজার টাকার অধিক দেওয়া যুক্তিযুক্ত মনে করিলেন না । ইহার কিছু দিন পরে শিবচরণ সংবাদ পাঠাইলেন যে, তিনি যুবরাজ ও দেওয়ানকে ৩৬ হাজার টাকা দিতে স্বীকার করিয়া কোম্পানীর নামে হুৰ্ত্তী কাটিয়াছেন। এই সংবাদ পাইয়া কাউন্সিলের সভ্যগণ প্রথমে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠেন ও শিবচরণের ব্যবহারে সন্দিহান হন । তাহারা প্রথমে বিবেচনা করিয়াছিলেন যে ছণ্ডী অমান্ত করিবেন, পরে স্থির হইল যে, একজন বিশ্বস্ত কৰ্ম্মচারীকে পাঠাইয়া সমস্ত বিষয়ের অনুসন্ধান লওয়া হউক । ইহার পর ফজল মহম্মদ রাজমহলে প্রেরিত হইলেন। তাহার প্রতি এইরূপ আদেশ প্রদত্ত হইল যে, শিবচরণকে তিনি প্রহরীবেষ্টিত করিয়া কলিকাতায় পাঠাইয়া দিবেন। ২২শে অক্টোবর ফজল মহম্মদ রাজমহল হইতে প্রত্যাবৃত্ত হইয়া সংবাদ দিলেন যে, সাজাদা ও দেওয়ান প্রথমতঃ ৩৬ হাজার টাকায় সন্মত হইয়াছিলেন, কিন্তু এক্ষণে ৫০ হাজার টাকা না পাইলে আদেশপত্র দিতে চাহিতেছেন না ও তদ্ভিন্ন ইংরাজদিগকে মুরাটের রাজকোষে ১ লক্ষ