পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ጋ®8 মুর্শিদাবাদের ইতিহাস । প্রকৃত মূল্য অবগত হওয়ার জন্য প্রধান প্রধান জমীদারদিগকে আবদ্ধ করিয়া, কয়েক জন কাৰ্য্যদক্ষ আমীনের উপর রাজস্ব আদায়ের ভার অর্পণ করিলেন। তাহার কৃষকগণের নিকট হইতে কর আদায় করিয়া রাজকোযে প্রেরণ করিতে লাগিলেন। দেওয়ান সমস্ত জমী পুনৰ্ব্বার জরিপ করিতে আদেশ দিলেন, এবং প্রত্যেক গ্রামের পতিত অনুৰ্ব্বর ভূমি কর্ষণোপযোগী করিবার জন্ত বন্দোবস্ত হইতে লাগিল। আমীনগণ দুরবস্থ কৃষকগণকে শস্তাদির বীজক্ৰয়ের জন্ত তাগাবী বা অগ্রিম অর্থ প্রদানে এবং প্রজাদিগের উৎপন্ন শস্ত হইতে পরে উক্ত অর্থ পরিশোধ করার জন্য আদিষ্ট হইলেন । জমীদারগণের হস্ত হইতে রাজস্বসংক্রান্ত যাবতীয় ক্ষমতা অপহৃত হওয়ায়, তিনি তাহাদিগের ভরণপোষণের জন্য নান্‌কর* নামে একটা বৃত্তি নির্দিষ্ট করিয়া দেন। তজ্জন্য কোন কোন স্থলে ভূমি ও কোন কোন স্থলে অর্থও নির্দিষ্ট হয়। এতদ্ভিন্ন বনকর ও জলকর নামে আরও দুইটী বৃত্তি নির্দিষ্ট হইয়াছিল। শিকার ও কাঠের জন্ত জঙ্গল হইতে বৃক্ষছেদন বনকর এবং নদী ও ঝিলাদি হইতে মৎস্তগ্রহণ জলকর নামে নির্দিষ্ট হয়। বঙ্গদেশের প্রায় সমস্ত জমীদারকেই এইরূপ ফল ভোগ করিতে হইয়াছিল। কেবল জুই জন মাত্র নিস্কৃতি লাভ করিয়াছিলেন, তন্মধ্যে প্রথম বীরভূমের জমীদার আসাদ উল্লা এবং দ্বিতীয় বিষ্ণুপুরের জমীদার রাজা দুর্জন সিংহ। আসাদ উল্লা আফগানবংশসস্তৃত ছিলেন। তিনি ঝারখণ্ডের পাৰ্ব্বতীয় অধিবাসিগণের হস্ত হইতে আপনার অধিকৃত ভূভাগ রক্ষা করিতে সক্ষম হইয়াছিলেন। আসা উল্লার আয়ের অৰ্দ্ধাংশ দানাদি

  • নাম্ শব্দে রুটি বুঝায়।