পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○や2 মুর্শিদাবাদের ইতিহাস । আসাম, কোচবিহার ও ত্রিপুরা অনেকবার মুসলমানগণ কর্তৃক আক্রান্ত হইয়াও পাঠান বা মোগল সাম্রাজ্যভুক্ত হয় নাই। উক্ত প্রদেশের অধিপতিগণ চিরদিনই স্বাধীনতার রসাস্বাদ করিয়া, স্ব স্ব রাজ্যে আপনাদিগের নামাঙ্কিত মুদ্র প্রচলিত করিতেন। তাহার কখনও সম্পূর্ণরূপে দিল্লীশ্বরের অধীনতা স্বীকার করেন নাই। কিন্তু সুর্শিদকুলী খার প্রবল পরাক্রমের পরিচয় পাইয়া, তাহারা আপন আপন প্রদেশে শাস্তিস্থাপনের প্রয়াসে নানাপ্রকার উপঢৌকন গাঠইয়া, কুলী খার সহিত মিত্রতাবন্ধনে বদ্ধ হইতে ইচ্ছুক হন ও র্তাহার শ্রেষ্ঠত স্বীকার করেন। আসামের আহম বা ইন্দ্রবংশীয় রাজা রুদ্র সিংহ ক্ষু সেই সময়ে জীবিত ছিলেন। র্তাহার দ্যায় পরাক্রান্ত রাজা আর কেহ আহমবংশে জন্ম গ্রহণ করেন নাই। রুদ্র সিংহ সেতু ও দেব মন্দিরাদি নিৰ্ম্মাণ করাইয় অনেক কীৰ্ত্তি অর্জন করিয়া গিয়াছেন। বাঙ্গাল হইতে গায়ক ও বাদক লইয়া গিয়া তিনি আসামে বাঙ্গলা গানবাদ্যের প্রচলন করিয়াছিলেন । রুদ্র সিংহ শেষ জীবনে মুর্শিদকুলী খার সহিত মিত্ৰতভঙ্গের ইচ্ছা করিলেও { র্তাহার পুত্র শিব সিংহ কুলী খার সহিত মিত্র ব্যবহার রক্ষা করিয়াছিলেন । শিব সিংহেরও অনেক সৎকীৰ্ত্তিতে আসাম বী কামরূপ পরিপূর্ণ। তিনি অনেক নিস্কর ভূমি দেবোত্তর, ব্রহ্মোত্তর ও পরোত্তর রূপে প্রদান করিয়া গিয়াছেন এবং অনেক বৃহৎ আসাম, কোচবিহার ও ত্রিপুর ।

  • রুদ্র সিংহের অপর নাম চুহুংফা।

{ রুদ্র সিংহ বঙ্গল। জয় করি। গঙ্গাকে আপনার রাজ্যভুক্ত করিতে ॐष्कृी कङ्गिम्नांझिालन दजिब्रां ७न यांग्न । * ঃ শিব সিংহের নাম চুতসূফ ॥১