পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○&)● মুর্শিদাবাদের ইতিহাস। না বলিয়া বসেন, কিন্তু কোম্পানী তাহা দিতে অসন্মত হন। তাঙ্গার পর উক্ত দেওয়ান ১৭১০ খৃষ্টাব্দের জানুয়ারি মাসে নগদী পদাতিকগণের হস্তে নিহত হওয়ায়, ইংরাজের ১৭১০ খৃষ্টাব্দের শেষ পর্যান্ত নির্বিবাদে বাণিজ্যকাৰ্য্য পরিচালন করিতে পারিয়াছিলেন। এই সময়ে কাশীমবাজার কুঠী মেরামত করাও স্থির হয়। ইহার পর মুর্শিদকুলী খাঁ পুনৰ্ব্বার বাঙ্গলায় আগমন করেন। ১৭১০ খৃষ্টাব্দের এপ্রিল মাসে দিল্লীর ভাণ্ডারের দারোগ জিয়া উদ্দীন খা হুগলীর ফৌজদার ও করমণ্ডল উপকূলের বন্দরসমূহের নৌসেনাপতি নিযুক্ত হইয়া মে মাসে হুগলীতে উপস্থিত হন। মন্দ্রিাজের অধ্যক্ষ পিট্‌ সাহেবের সহিত পূৰ্ব্ব হইতে র্তাহার পরিচয় ছিল এবং তিনি বরাবরই কোম্পানীর উপকারের জন্ত যত্ন করিতেন। বাঙ্গলায়ও কোম্পানীর পক্ষাবলম্বনের জন্ত তিনি প্রতিশ্রুত হন । কাউন্সিল প্রথমতঃ জনাৰ্দ্দন শেঠ নামে তাহদের জনৈক দালালকে হুগলীতে পাঠাইয়া দেন, পরে কোম্পানীর প্রতিনিধি চিঠি ও ব্রাউণ্ট ফৌজদারের সহিত সাক্ষাৎ করিয়া বাণিজ্যসম্বন্ধে কথাবার্ত কহিয়া আসেন। পর্য্যায়ক্রমিক শাসনপ্রথার দ্বারা সুশৃঙ্খলরুপে কাৰ্য্য সম্পাদিত হইতেছে না দেখিয়া, কোম্পানীর ডিরেক্টরগণ এই সময়ে বাঙ্গলায় একজন প্রেসিডেন্ট বা অধ্যক্ষ নিযুক্ত করিতে মনস্থ করেন। - তদনুসারে মিষ্টার ওয়েল্ডেন বাঙ্গলার প্রেসিডেন্ট নিযুক্ত হইয়া ১৭১০ খৃষ্টাব্দের জুলাই মাসে কলিকাতায় উপস্থিত হন। সেপ্টেম্বর মাসে জিয়া উদ্দীন খ কলিকাতায় আসিলে, তাহকে যথারীতি অভ্যর্থনা ও উপহার প্রদান করা হয়। জিয়া উদ্দীন দেওয়ানের আদেশের অপেক্ষ না রাখিয় স্বতন্ত্র ভাবেই আপনার কার্য্য করিতেন। অক্টোবর মাসের শেষে তিনি কাউন্সিলকে লিখিয়া পাঠান যে, আজিম ওখানের প্রতিনিধি যুবরণ