পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ মুর্শিদাবাদের ইতিহাস । প্রাপ্ত হইয়া এক্ষণে অপ্রতিহতপ্রভাবে বঙ্গরাজ্যের শাসন ৪ রাজস্ব বন্দোবস্ত করিতে আরম্ভ করিলেন । তিনি আপনার আত্মীয়বর্গের প্রতি এক একটী কার্য্যের ভার অর্পণ করেন। র্তাহার জামাতা সুজা খা উড়িষ্যার নায়েব দেওয়ানীর সহিত নায়েব নাজিমীরও ভার প্রাপ্ত হন। বাঙ্গলার ভূতপূৰ্ব্ব নায়ের দেওয়ান সৈয়দ এক্রাম খাঁর মৃত্যু হইলে, কুলী খুঁার দৌহিত্রী নফিস বেগমের স্বামী সৈয়দ রেজা খাকে প্রথমতঃ উক্ত পদ প্রদান করা হয়।” রেজা খা জমীদারদিগকে অত্যন্ত উৎপীড়ন করিতেন বলিয়া কথিত আছে । অল্প কাল পরে রেজা খার মৃত্যু হইলে তিনি স্বীয় দৌহিত্র মির্জা আসাদ উল্লাকে নায়েব দেওয়ানী প্রদান করেন। তদবধি র্তাহার সরফরাজ খাঁ উপাধি হয়। সরফয়াজ মাতামহের অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। মুর্শিদ কুলী খা ইতিপূৰ্ব্বে আপনার একমাত্র পুত্রের প্রাণদণ্ডের বিধান করিয়া পরিশেষে আপনার একমাত্র দৌহিত্র আসাদ উল্লার প্রতি অত্যন্ত স্নেহাবিষ্ট হইয় পড়েন। সেই সময়ে এইরূপ নিয়ম প্রচলিত ছিল যে, বাদসাহের কোন কৰ্ম্মচারীর মৃত্যু হইলে, সরকার তাহার সমস্ত সম্পত্তির অধিকারী হইতেন । এই জন্য তিনি আসাদ উল্লাকে মুর্শিদাবাদের জমিদারী প্রদান করার ইচ্ছায় চুণাখালির তালুকদার মহম্মদ আমীনের নিকট হইতে মৌজা ক্রয় করিয়া তাহার আসাদনগর নাম প্রদান করেন এবং ভবিষ্যতে কোন মণ গোলযোগ না ঘটতে পারে বলিয়া উক্ত ক্রয়ের বিষয় প্রথায়যায়ী কোষাধ্যক্ষের পুস্তকমধ্যে লিখিত হয় । তিনি তাহার আর এক দৌহিত্রীপতি লুৎফ উল্লাকে ঢাকার নায়েব নাজিমী প্রদান করেন। লুৎফ উল্লা পরিশেষে মুর্শিদকুলী খাঁ উপাধি প্রাপ্ত হন। নজির