পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Óፃ8 মুর্শিদাবাদের ইতিহাস । বন্দোবস্তে অত্যন্ত কঠোরতাপ্রকাশ আরম্ভ করেন। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, অনেক জমীদারের হস্ত হইতে জমীদারী কাড়িয়া লইয়া তিনি তঁহাদের পরিবর্তে আমীন নিযুক্ত করিতেন, এক্ষণে সেই আমীনের সংখ্যা বৰ্দ্ধিত হইতে লাগিল। উক্ত কাৰ্য্যে হিন্দু বাঙ্গালীগণ নিযুক্ত হইতেন বলিয়া জানা যায়, তঁহাদের কার্য্যদক্ষতাই উক্ত পদে নিয়োগের কারণ বলিয়া বোধ হয় । * আমীন ব্যতীত অনেক জমীদারের হস্তেও নূতন নুতন জমীদারীর ভার অপিত হইয়াছিল। কিন্তু যাহার নবাব মুর্শিদকুলীর নিকট হইতে রাজস্বসংগ্রহের ভার প্রাপ্ত হইতেন, সেই সমস্ত জমীদার বা আমীন রাজস্ব প্রদানে ক্রটি করিলে, র্তাহাদিগকে জীবনে অশেষবিধ কণ্ঠ ভোগ করিতে হইত। তাহারা অনেক সময়ে অনাহারে অনিদ্রায় কারাগারে বাস করিতে বাধ্য হইতেন। কেবল মুর্শিদকুলী খাঁর সময়ে বলিয়া নহে, তাহার পরও অনেক জমীদারকে কারাযন্ত্রণ ভোগ করিতে হইয়াছিল। মুসলমান ঐতিহাসিকগণ জমীদারদিগের কষ্টভোগের বিষয়ে যে সমস্ত লোমহর্ষণ ব্যাপারের উল্লেখ করিয়া গিয়াছেন, তাহ সত্য হইলে, মুর্শিদকুলী খাঁর জনীদারীবন্দোবস্ত যে ঘোর কলঙ্কময়.তাহ স্বীকার করিতেই হইবে। তবে অত্যাচারের কঠোরতা তাহার কৰ্ম্মচারিবর্গ কর্তৃক সম্পাদিত হইত বলিয়া কথিত হইয়া থাকে। আমরা তাহার উল্লেখ করিয়া যথাযথ আলোচনায় প্রবৃত্ত হইতেছি । ঐতিহাসিকগণ

  • মুসলমান ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, হিন্দুস্থানের অধিবাসী অপেক্ষ ৰাঙ্গালী হিন্দুদিগকে রাজস্ব অনাদ্বারের জন্য সহজে দোষ স্বীকার कब्रांन, ७ नासिथशाप्न बाषा कब्र बाश्ङ बजिब्रा कूलौ ष'। छाशनिजप्क নিযুক্ত করিতেন। কাৰ্য্যদক্ষ যুর্শিদ কুলীর পক্ষে কেবল এই কারণে জার্মান নিযুক্ত করা যুক্তিযুক্ত বলিয়া বোধ হয় না।