পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৬ ' মুর্শিদাবাদের ইতিহাস। গুণনল করার জন্য তাহার বৈকুণ্ঠ বা হিন্দু বেহেস্ত নাম প্রদান করেন। যে সমস্ত জমীদার কঠোর শাস্তি ভোগ করিয়াও রাজস্ব oদান করিতে পারিতেন না, রেজার্থীর আদেশে তাহার রক্ষুবদ্ধ হস্তে বৈকুণ্ঠে নিক্ষিপ্ত হইতেন। কখনও বা তাহদের ঢ়িলা ইজারের মধ্যে মাঞ্জার প্রবেশ করান হইত এবং লবণমিশ্ৰিত গোছগ্ধ বা মেষদুগ্ধ পান করার জন্ত আদিষ্ট হইতেন। ৬ বাস্তবিক মুর্শিদকুলী খা যেরূপ হায়পর নবাব ছিলেন, তিনি যে র্তাহার কৰ্ম্মচারীবর্গের এই প্রকার লোমহর্ষণ অভিনয়ের অনুমোদন করিতেন ইহাতে সহসা বিশ্বাস স্থাপন করা যায় না। কিন্তু আমরা তাহার কাৰ্য্যাবলী আলোচনা করিয়া বুঝিতে পারি যে, তিনি রাজস্ব আদায়সম্বন্ধে অত্যন্ত কঠোরতা প্রকাশ করিতেন এবং সেই জন্য র্তাহার কৰ্ম্মচারিবর্গ যে অত্যাচারের মাত্র বৃদ্ধি করিয়াছিলেন এরূপ অনুমান করা মিলহু অসমত নহে। কিন্তু মুসলমান ঐতিহাসিকগণের লিখিত areলর সমস্তই যে প্রকৃত ইহাও বিশ্বাস কর কঠিন। উহার যে মুর্শিদকুলীর কৰ্ম্মচারীবর্গের অত্যাচার অতিরঞ্জিত করিয়া বর্ণনা করিয়াছেন তাহাতে সন্দেহ নাই। কিন্তু জমীদারদিগের প্রতিতীয়দের অত্যাচার একেবারে অস্বীকার করা যায় না। তৎকালের শাস্তিদিন কতকটা ঐরূপ প্রকারেরই ছিল এবং জনীদারের সমুহ নেৰে ৰখন কারাবাস করিতে বাধ্য হইতেন, তখন যে, নাজির আহম্মদের তার কৰ্ম্মচারীর হস্তে কিছু কিছু অত্যাচার ভোগ করিয়া • নাজির আহম্মদ ও সৈয়দ রেজা খায় অত্যাচারের কথা তারিখ বাঙ্গলী ও বিরাজুস সালাতীনে লিখিত আছে। sig ه هl s stst ۹۹ تا कड्रिब्राप्छ्न ॥ of . . .