পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Վ)ԳԵ- মুর্শিদাবাদের ইতিহাস । ইতিপূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, সৈফ খাঁ নবাব মুর্শিদকুলী কর্তৃক পূর্ণিয়ার ফৌজদারী পদে নিযুক্ত হইয়াছিলেন। তিনি স্বীয় ক্ষমতাবলে পূর্ণিয় প্রদেশের অনেক রাজস্ব বৃদ্ধি করেন। কিন্তু তাহাকে সরকারের পুৰ্ব্বনির্দিষ্ট রাজস্বমাত্রই দিতে হইত। বীরনগরের রাজা বীরসিংহের পুত্ৰ দুৰ্জ্জন সিংহ তাহার বিরুদ্ধাচরণ করায়, সৈফ খাঁ তাহাকে জমীদারী হইতে বহিষ্কৃত করিয়া দেন ও র্তাহার জমীদারী আপনার অধিকারভূক্ত করিয়া লন। তিনি পূর্ণিয়ার অন্যান্ত জমীদারদিগকেও বন্দী করিয়া উক্ত প্রদেশ হইতে বার্ষিক ১৮ লক্ষ টাকা রাজস্ব আদায় করেন। তৎপূৰ্ব্বে ১০১১ লক্ষ মাত্র সংগৃহীত হইত। মেীরঙ্গের পর্বত আপনার অধিকারভুক্ত করার ইচ্ছায় তিনি প্রথমে তথাকার রাজার সহিত সদ্ভাব করেন, পরে ধীরে ধীরে পাৰ্ব্বত্য প্রদেশের অধিকাংশ ভূমির জঙ্গল কাটাইয়। আবাদ করাইতে প্রবৃত্ত হন। ক্রমে সীমা লইয়া রাজার সহিত বিরোধ উপস্থিত হওয়ায়, তিনি সীমান্তে সৈন্ত স্থাপন করেন । তজ্জন্ত নবাবের নিকট হইতেও সাহায্য প্রাপ্ত হইতেন। রাজা তাহার ভয়ে পৰ্ব্বতের উপর পলায়ন করিতেন। এইরূপে ক্রমে ক্রমে মৌরঙ্গের অনেক ভূভাগ সৈফ খাঁর অধিকারভুক্ত হয়। রাজা অবশেষে তাহার বগুত স্বীকার করিয়া নজরস্বরূপ শিকারী পক্ষী পাঠাইয়া দিতেন ক্ষে পূর্ণিয় প্রদেশে কৌশিকী প্রভৃতি নদী প্রবাহিত ও মোঁরঙ্গের পৰ্ব্বত হইতে অবিরত জলধারা নিপতিত হওয়ায়, অনেক স্থান প্লাবিত হইয়া যাইত। কিন্তু অবশিষ্ট ভূভাগ সৰ্ব্বদা জলসিক্ত সৈফ থ*।। 鬱 ভারিখ सृध्रकां ।