পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ अथााग्न । ○今み。 থাকায়, সেই সেই স্থানে অপৰ্য্যাপ্ত পরিমাণ ধান্ত, গোধূম, মুগ, কলায়, সর্ষপ ইত্যাদি শস্ত জন্মিত ও সুলভ মূল্যে বিক্রীত হইত। সুত, হরিদ্র এবং সোরাও অধিক পরিমাণে পাওয়া যাইত। তদ্ভিন্ন মরিচ, এলাচ, বৃহৎ বৃহৎ শাল ও বাহাদুরী কাষ্ঠ এবং আম্র, কাটাল, আনারস প্রভৃতি নানাবিধ ফলও উৎপন্ন হইত। এই সমস্ত দ্রব্য সৈফ খার আদেশে পূর্ণিয় প্রদেশ হইতে অধিক পরিমাণে রপ্তানী হইতে পারিত না, উক্ত প্রদেশেই সঞ্চিত থাকিত। তজ্জন্ত তথায় দ্রব্যাদি সুলভ মূল্যে বিক্রীত হইত। উক্ত প্রদেশের কাড়াগোল নামক স্থান ব্যবসায়ের জন্ত প্রসিদ্ধ ছিল। তথায় অনেক সওদাগর বাস করিতেন। সৈফ খাঁ কর্তৃক পূর্ণিয়ায় যে সমস্ত বন্দোবস্ত হইত, মুর্শিদকুলী তাহাতে কোন রূপ হস্তক্ষেপ করিতেন না, তিনি সৈফ খাকে মিত্রের ন্তায় জ্ঞান করিতেন। প্রতি বৎসর সৈফ খাঁ নবাব কর্তৃক নিমন্ত্রিত হইয়া মুর্শিদাবাদে আসিতেন এবং নবাবের কৰ্ম্মচারী ও অনুচরবর্গকে সন্তুষ্ট করিয়া পূর্ণিয়ায় প্রত্যাগমন করিতেন। মুর্শিদকুলী খার জমিদারী বন্দোবস্তে এইরূপ কঠোরত প্রকাশে তাহার রাজ্যমধ্যে অশান্তি আনয়ন করিয়াছিল। সকল জমীদারই যে র্তাহার কঠোর নীতির সমর্থন করিয়াছিলেন, এমন নহে। সেই জন্ত আমরা দুই জন হিন্দু জমীদারকে তাহার বিরুদ্ধে অভু্যথিত হইতে দেখি । তন্মধ্যে একজন ভূষণার জমীদার সীতারাম রায় ও দ্বিতীয় রাজসাহীর জমীদার রাজা উদয়নারায়ণ রায়। আমরা যথাযথ রূপে র্তাহাদিগের বিবরণ প্রদান করিতেছি। বাঙ্গালার দ্বাদশ ভৌমিক গণের অন্ততম মুকুন্দরাম রায়ের ভূষণ ইতিহাসে চিরপ্রসিদ্ধ। ভূষণ সরকার মামুদাবাদের অন্তর্গত ছিল। মুকুন্দরামের অব সীতারাম রায় ।