পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○br8 মুর্শিদাবাদের ইতিহাস। তিনি একটী ক্ষুদ্র দল গঠন করেন, তাহার দলে অনেকে সৈনিক ও সেনানী রূপে প্রবিষ্ট হয়। যাহারা তাহার বিশিষ্ট অনুচর ছিল, তাহাদের মধ্যে মেনাহাতী, বক্তার খাঁ, মুচরাসিংহ ও গবরদালানের নাম প্রসিদ্ধ। মেনাহাতী সীতারামের দক্ষিণহস্তস্বরূপ ছিলেন বলিয়া জানা যায়। যে সময়ে সীতারাম রাজধানীনিৰ্ম্মাণে ও রাজ্যস্থাপনে ব্যাপৃত ভূষণার ফৌজদার ছিলেন, সেই সময়ে মুর্শিদকুলী খাঁ মুর্শিদাবাদে আৰু তোরাপের মৃত্যু। দেওয়ানী কাৰ্য্যালয় স্থাপন করিয়া জমীদারদিগকে উৎপীড়ন করিতে আরম্ভ করেন। পরে যখন তিনি নাজিমীর ভার প্রাপ্ত হন, সেই সময়ে তাহার কঠোরতার মাত্রা বদ্ধিত হওয়ায়, সীতারামকে তাহ স্পর্শ করার উপক্রম করে। সীতারাম পূৰ্ব্ব হইতেই স্বাধীনতালাভের চেষ্টা করিতেছিলেন, এক্ষণে সুযোগ পাইয়া আপনাকে স্বাধীন বলিয়া ঘোষণা করিলেন। তিনি সরকারের করপ্রদানে অসম্মত হইলেন এবং ভূষণ ফৌজদারীরর মধ্যে নানা প্রকার গোলযোগ করিতে লাগিলেন। সেই সময়ে আবু তোরাপ নামে বাদসাহবংশের স্বসম্পৰ্কীয় একজন সন্ত্রাস্ত ব্যক্তি ভূষণার ফৌজদারী পদে প্রতিষ্ঠিত ছিলেন। কাৰ্য্যদক্ষতার জন্ত সৰ্ব্বত্র তাহার খ্যাতি ছিল। আবু তোরাপ নবাব মুর্শিদকুলী খার সম্পূর্ণ অধীনতা স্বীকার করিতেন না। সীতারাম সেই সুযোগে দিন দিন আপনার ক্ষমতা বৃদ্ধি করিতে লাগিলেন। তিনি সরকারের “ৰাণশ্বস্বাঙ্গচত্রে পরিগণিতশকে কৃষ্ণতোষাভিলাষী হীমদ্বিশ্বাণভাবোস্তুধকুলকমলে ভাসকোভামুতুল্যঃ অজস্রং সোধযুক্তে রুচিরকুচিস্তরে কৃষ্ণগেহং বিচিত্ৰং খ্রীসীতারামরায়ে যদুপতিনগরে ভক্তিমানুৎসসর্জ" ॥