পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ অধ্যায় । , "b"Q রাজস্ব না দেওয়ায় এবং আপনার প্রাধান্ত বিস্তার করিতে আরম্ভ করায়, ফৌজদার তাহাকে দমন করিতে সচেষ্ট হন। আবু তোরাপ প্রথমতঃ আপনার অল্পসংখ্যক সৈন্ত লইয়া সীতারামকে ধৃত করিতে চেষ্টা করেন। কিন্তু সীতারাম জঙ্গল ও নদীর আশ্রয়ে থাকায় এবং তজন্ত র্তাহার জমীদারী দুপ্রবেশু হওয়ায়, ফৌজদার তাহার কিছুই করিয়া উঠিতে পারেন নাই । অবশেষে তিনি নবাবের নিকট সাহায্য প্রার্থনা করিতে বাধ্য হন। নবাব সে বিষয়ে বিবেচনা করিতে না করিতে, সীতারামের প্রাধান্ত প্রবল হইয়া উঠায়, আৰু তোরাপ পীর খা নামক এক জন জমাদারকে দুই শত অশ্বারোহীর সহিত সীতারামকে দমন করিতে নিযুক্ত করেন। সীতারাম লুক্কায়িত ভাবে পীর খাকে আক্রমণের জন্ত আয়োজন করিতেছিলেন, এমন সময়ে ফৌজদার শিকারের ইচ্ছায় আপনার দলবল লইয়া তথায় উপস্থিত হন এবং সীতারামের লোকের তাহাকে পীর খাঁ ভ্ৰমে নিহত করিয়া ফেলে। সীতারাম আৰু তোরাপের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত হন, কারণ, ফৌজদারকে হত্যা করা তাহার ইচ্ছা ছিল না। ফৌজদারের মৃত দেহ ভূষণায় লইয়া গিয়া সমাহিত করা হয়। আবু তোরাপ নিহত হইলে সীতারাম বুঝিতে পারিলেন যে, এইবার নবাবের সহিত র্তাহার রীতিমত সংঘর্ষ উপস্থিত হইবে। তজ্জন্ত তিনি প্রস্তুত হইরা আপনার সৈন্যবল ও অস্ত্রবল বৃদ্ধি করিতে লাগিলেন। - আবু তোরাপের মৃত্যু সংবাদ নবাব মুর্শিদ কুলী খার কর্ণগোচর इंद्देश डिनि अडाख ििडङ इंड्रेनन। - আবু তোরাপ বাদসাহের স্বসম্পৰ্কীয় হওয়াই তাহার চিন্তার প্রধান কারণ । তদ্ভিন্ন সীতারামের সীতারামের পরাজয় ।