পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NපbrV মুর্শিদাবাদের ইতিহাস । প্রবল ক্ষমতার জন্যও তাঁহাকে ব্যাকুল হইতে হয়। যাহা হউক, তিনি কালবিলম্ব না করিয়া সীতারামের দমনের জন্য আপনার শ্যালীপতি বক্স আলি খাকে ১৭১৩ খৃষ্টাব্দের শেষভাগে ফৌজদার নিযুক্ত করিয়া ভূষণায় পাঠাইয়া দিলেন। বক্স আলির অধীনে সংগ্রামসিংহ সুবেদারী সৈন্তের ভার গ্রহণ করিতে আদিষ্ট হইলেন এবং তাহাদিগকে পরামর্শ দেওয়ার জন্ত কুলী খাঁর প্রিয় পাত্র রঘুনন্দনও প্রেরিত হন । এই রঘুনন্দনই নাটােরবংশের আদিপুরুষ। রঘুনন্দনের সহিত র্তাহার প্রভুভক্ত ও সাহসী কৰ্ম্মচারী বর্তমান দীঘাপতিয়া রাজবংশের পূৰ্ব্বপুরুষ দয়ারামও গমন করিয়াছিলেন। বক্স আলি খাঁ ভূষণায় উপস্থিত হইয়া সীতারামকে সহজে পরাজিত করিতে পারিলেন না। সীতারাম তৎকালে ভূষণার অনেক স্থান আপনার অধিকারভুক্ত ও স্থানে স্থানে সৈন্ত রক্ষা করিয়াছিলেন। মহম্মদপুরের দুর্গে অসংখ্য কামান বিপক্ষগণের ভীতি উৎপাদনের জন্য সংহারমূৰ্ত্তিতে বিরাজ করিতে ছিল। বক্স আলি রঘুনন্দন প্রভৃতির সহিত পরামর্শ করিয়া সংগ্রাম সিংহকে সসৈন্তে মহম্মদপুরে পাঠাইয়া দেন। তাহার সঙ্গে দয়ারামও প্রেরিত হইয়'ছিলেন। তাহারা মহম্মদপুরের নিকটে শিবির সন্নিবেশ করিয়া সীতারামের গতিবিধি পৰ্য্যবেক্ষণে প্রবৃত্ত হন। প্রতিদিন প্রাতঃকালে সীতারামের প্রধান সেনাপতি মেনহোতী নগর প্রদক্ষিণ করিয়া বিপক্ষগণের সংবাদ লইতেন। একদিন কুঙ্কটিকাময় প্রত্যুষে তিনি যেমন বহির্গত হন, অমনি দয়ারামের পরামর্শক্রমে কতিপয় সুবেদারী সৈন্ত তাহাকে আক্রমণ করিয়া শূলবিদ্ধ করিয়া ফেলে। তাহার পর তাহার ছিন্ন মুও মুর্শিদাবাদে প্রেরিত হয় । মেনাহাতীর মৃত্যুসংবাদে

  • নবাব সেই ছিন্ন মুণ্ড দর্শন করিয়া নাকি বলিয়াছিলেন যে, তোমার