পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बर्ल अथााग्न। ‰mbrጫ সীতারাম অত্যন্ত কাতর হইয় পড়েন এবং জয়ের আশা পরিত্যাগ করিয়া দুর্গ মধ্যে আশ্রয় লন। তাহার সৈন্তগণ দুৰ্গরক্ষার চেষ্টা করিয়া ক্রমশঃ পরাজিত হইয়া পড়ে। অবশেষে সুবেদারী সৈন্তাগণ দুর্গমধ্যে প্রবেশ করিয়া সীতারামকে বন্দী করিয়া ফেলে ও র্তাহাকে শৃঙ্খলাবদ্ধ করিয়া মুর্শিদাবাদে লইয়া যায় । মুর্শিদাবাদে গমন কালে সীতারাম কিছুদিন নাটােরেও বন্দী-অবস্থায় ছিলেন বলিয়া শুনা যায়। মুসলমান ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, মুর্শিদকুলী খাঁ সীতারামকে শূলে চড়াইয়া দেন। কিন্তু দেশীয় প্রবাদানুসারে তিনি বিষাক্ত দ্রব্য চুষিয়া পথিমধ্যে আত্মহত্যা সম্পাদন করিয়াছিলেন। ফলতঃ সীতারামের পরাজয়ের পর তাহার মৃত্যু সংঘটিত হইয়াছিল। র্তাহার পরিবারবর্গ * কলিকাতায় পলায়ন করিয়া গোবিন্দপুরের পাটোয়ারী তাহদের আত্মীয় রামনাথের আশ্রয় লন। মুর্শিদকুলী খার আদেশে ইংরাজের ১৭১৪ খৃষ্টাব্দের মার্চ মাসে র্তাহাদিগকে ধৃত করিয়া হুগলীর ফৌজদার মীর নাসিরের প্রেরিত লোকের নিকট প্রদান করেন। । পরে সীতারামের পরিবারবর্গকে মুর্শিদাবাদে লইয়া যাওয়া হয়। নবাব তাহাদিগকে নিষ্কৃতি প্রদান করিয়াছিলেন বলিয়া অবগত হওয়া যায়। তাহারা ভূষণায় প্রত্যাবৃত্ত হইয়া अग्नि दौङ्ग८क छौरुिऊ ठावङ्काँग्न यानग्नन कब्रिटल याशि शूरशैौ रुझेउांभ ।। ७झेब्र° এক প্রবাদ প্রচলিত অাছে।

  • তাহtয় পরিবারবর্গের মধ্যে একটা শিশু কন্যা, ছুইটী শিশু পুত্র, ** अन जैौप्लांक ७ फ्रांब्रि छन की कब्र कलिकाङाग्न *ाञांग्रन कब्रिग्नां पञायग्न ** *** 1 ( Wilson's Annals vol. II.)
  • Wilson's Annals vol. II. * মুসলমান ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, সীতারামের পরিবার

বর্গকে মহম্মদ পুরে চিরকারারুদ্ধ করিয়া রাখা হয়। কিন্তু তাহার। ষে মুক্তিগতি কল্পিয় ছিলেন, তাহার ষথেষ্ট প্রমাণ অাছে।