পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুর্শিদাবাদের ইতিহাস । سbسOb\ হরিহরনগরে বাস করেন ও অনেক কষ্টে জীবনযাত্রা নিৰ্ব্বাহ করিয়াছিলেন । * এইরূপে সীতারামের অবসান হয়। বাঙ্গলার দ্বাদশ ভৌমিকগণের পর সীতারামের স্তায় বীরপুরুষ বাঙ্গালীর মধ্যে আর কেহ জন্ম গ্রহণ করেন নাই। তিনি ভৌমিকগণের পন্থা অনুসরণ করিয়া স্বাধীন হিন্দুরাজ্য স্থাপনের চেষ্টা করিয়াছিলেন। কিন্তু সে সময়েও বাঙ্গালায় মুসলমানগণের ক্ষমতা একেবারে খৰ্ব্ব না হওয়ায়, সীতারাম কৃতকাৰ্য্য হইতে পারেন নাই। বাঙ্গালায় র্যাহার বাহুবলে স্বাধীনতা প্রকাশের চেষ্টা করিয়াছিলেন, দুঃখের বিষয় এই যে, মুসলমান ঐতিহাসিকগণ র্তাহাদের স্কন্ধে দসু্যতাপরাধ আরোপ করিয়া গিয়াছেন। কিন্তু সীতারামের দ্যায় বীরপুরুষ যে বাঙ্গালী জাতির মধ্যে দুল্লভ ইহা আমরা মনে করিয়া থাকি। সীতারামের ধ্বংসের পর তাহার ভূষণা জমীদারীর নলদী প্রভৃতি পরগণ রঘুনন্দনের ভ্রাত রামজীবনকে প্রদান করা হয়। পশ্চিমে সাঁওতাল পরগণার পাৰ্ব্বত্য প্রদেশ হইতে বর্তমান বীরভূম, মুর্শিদাবাদ ও বিশাল পদ্মানদী অতিক্রম করিয়া পূৰ্ব্বে রাজসাহী প্রভৃতি জেলা পৰ্য্যন্ত এক বিস্তৃত সব উদয়নারায়ণ ও জনপদ রাজসাহী প্রদেশ নামে অভিহিত কুলী খ৷ হইত। মুর্শিদাবাদের ভাগীরথীতীরবর্তী স্বপ্রসিদ্ধ বড়নগর । এই বিস্তীর্ণ জনপদের রাজধানী ছিল।

  • এক্ষণে সীতারামের বংশ নাই। কিন্তু উtহার প্রাতার বংশধরেরা অদ্যাপি হরিহরনগরে বাস করিতেছেন। পরিশিষ্টে সীতারামের বংশ-পত্ৰ প্রদত্ত হইল। সীতারামবংশীয়ের কিছু চিন নল ডাঙ্গার রাজাদের নিকট হইতে বৃত্তি ভোগ করিয়াছিলেন ।

+ বড়নগর বর্তমান মুর্শিদাবাদ হইতে প্রায় চারি ক্রোশ উত্তর পশ্চিমে গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত। রেনেলের মানচিত্রে বড়নগরকে একটা প্রসিদ্ধ নগররূপে অঙ্কিত করা হইয়াছে। তাছাতে প্রাচীন রাজসাহী জনী