পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిసి o মুর্শিদাবাদের ইতিহাস। করিয়াছিলেন। উদয়নারায়ণ তাহদের সাহায্যে আপনার জমীদারীর মধ্যে শাস্তি স্থাপন করিয়া রাজস্বসংগ্রহের কার্য্যউত্তম রূপেই পরিচালন করিতেছিলেন। এই সময়ে মুর্শিদকুলী নাজিমী পদ প্রাপ্ত হইয়া যখন জমীদারীবন্দোবস্তে কঠোরতা প্রকাশ আরম্ভ করেন, তখন উদয়নারায়ণের সহিত ক্রমশঃ তাহার সংঘর্ষ উপস্থিত হয়। উদয়নারায়ণ নবাবের কঠোর নীতির অনুমোদনে প্রস্তুত ছিলেন না। তৎকালে রাজসাহী সমস্ত জমীদারীর প্রধান থাকায় এবং উদয়নারায়ণ তাহার উপযুক্ত জমীদার হওয়ায়, মুর্শিদকুলী সহজে র্তাহাকে বশে আনিতে পারিলেন না। সহসা এক সুযোগ উপস্থিত হইল। রাজস্বসংগ্রহে সাহায্য করায় গোলাম মহম্মদ রাজা উদয়নারায়ণের অত্যন্ত প্রিয়পাত্র হইয়া উঠে । তাহার অধীনস্থ সৈন্তগণ অনেক দিন হইতে বেতন প্রাপ্ত না হওয়ায়, প্রজাদিগের প্রতি অত্যাচার আরম্ভ করে। উদয়নারায়ণ তাহার প্রতিকার করিতে না করিতে সে কথা নবাবের কর্ণগোচর হইল এবং সেই সময়ে রাজসাহী প্রদেশের রাজস্ব অনাদায় থাকায়, নবাব উদয়নারায়ণের দমনের ইচ্ছায় এক দল সৈন্ত প্রেরণ করিলেন । রাজা উদয়নারায়ণ পূৰ্ব্ব হইতেই বুঝিতে পারিয়াছিলেন যে, বীরটির যুদ্ধ ও উদয় মুর্শিদকুলী খাঁ তাহার শাসনের জন্ত চেষ্ট নারায়ণের পরিণাম। করিতেছেন। তিনি ইহাও বুঝিতে পারিয়াছিলেন যে, নবাবের বগুভ। স্বীকার করিলে জমীদারী বন্দোবস্তের কঠোরতা তাহাকে পদে পদে ভোগ করিতে হইবে। এরূপ স্থলে, তিনি নবাবের অধীনতা স্বীকার না করিয়া তাহার বিরুদ্ধে উখিত হওয়াই যুক্তিযুক্ত মনে করিলেন । ইহার অব্যবহিত পূৰ্ব্বেই সীতারামের নির্যাতন হইয়াছিল, তথাপি নবাবের