পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిన్స* মুর্শিদাবাদের ইতিহাস । নারায়ণ জগন্নাথপুরের গড়ে সৈন্ত স্থাপন করিয়া নিজে সপরিবারে বীরকিটীর রাজবাড়ীতে বাস করিতেছিলেন। গোলাম মহম্মদ ও কালিয়া জমাদার সেই সময় অনেক সৈন্ত সংগ্ৰহ করিয়া জগন্নাথপুরের গড়ে অবস্থিতি করে। নবাবের সেনাপতি মহম্মদ জান ও লহরীমাল * সৈন্ত লইয়া অনেক কষ্টে জঙ্গল ও পাহাড় অতিক্রম করিয়া জগন্নাথপুরের গড়ের নিকট উপস্থিত হন। তাহদের সঙ্গে নবদ্বীপাধিপতি রাজা কৃষ্ণচন্দ্রের পিতা রঘুরাম ও নাটােরের রঘুনন্দনও গমন করিয়াছিলেন বলিয়া জানা যায়। রঘুরামের পিতা রাজা রামজীবন রাজস্বপ্রদানে অসমর্থ হওয়ায়, বন্দী হইয়া মুর্শিদাবাদে অবস্থিতি করিতে বাধ্য হন। পুত্র রঘু রামও তাহার সঙ্গে ছিলেন। যোদ্ধা বলিয়া রঘুরামের খ্যাতি থাকায়, সাধারণে তাঁহাকে রঘুবীর বলিত। রঘুরাম নবাবের আদেশে লহরীমালের অনুবৰ্ত্ত হন এবং রঘুনন্দনও নবাব সৈন্তের সহিত গমন করিয়াছিলেন। জগন্নাথপুরের গড়ের সমীপে একটী উচ্চ প্রশস্ত পাৰ্ব্বত্য প্রান্তরের নিকট নবাবসৈন্যেরা শিবির সন্নিবেশ করে । নবাবসৈন্তের আগমন শুনিয়া গোলাম মহম্মদ সসৈন্তে দুর্গ হইতে বহির্গত হয় এবং লহরীমালও নবাবসৈন্তের অগ্রণী হইয়া শিবিরসন্মুখস্থ প্রান্তরে গোলাম মহম্মদের সন্মুখীন ,

  • তারিখ বাঙ্গলায় ও রিয়াজুস সালাতীনে কেবল মহম্মদ জানের ও ক্ষিতীশবংশাবলীতে কেবল লহরীমালের কথা আছে। লহরীমাল ১৭১৪ : খৃষ্টাব্দের প্রথমে হুগলীতে ছিলেন, কোম্পানীর কাগজ পত্র হইতে তাহ জ্ঞান যায়। তাহার পর তিনি মুর্শিদাবাদে আসিতেও পারেন । মহম্মদ জান প্রধান সেনাপতি হওয়ায় সম্ভবতঃ সেই জন্য মুসলমান ঐতিহাসিগণ র্তাহারই নাম উল্লেখ করিয়াছেন। কিন্তু ক্ষিতীশবংশাবলীচরিত একখানি গ্রামাণিক । গ্ৰন্থ হওয়ায়, গ্রীলের কখ। অবিশ্বাস করা যায় না।