পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ অধ্যায় । \סיפס হন। ক্রমে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ বাধিয়া উঠে। সেই যুদ্ধে গোলাম মহম্মদকে জীবন বিসর্জন দিতে হয় । * রাজা উদয়নারায়ণের পুত্র সাহেবরামও যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন, যুদ্ধে তিনিও পরাজিত হন। যে প্রাস্তরে যুদ্ধ হইয়াছিল লোকে তাহাকে এক্ষণে মুণ্ডমালা বা মুড়মুড়ের ডাঙ্গ বলিয়া থাকে। + উদয়নারায়ণ ও সাহেবরাম সপরিবারে বীরকিট হইতে পলায়ন করিয়া মহেশপুর, উদয়নগর-পাথরিয়া ও পরিশেষে দেবীনগরের বাসভবনে গিয়া আশ্রয় গ্রহণ করেন। কিন্তু নবাব সৈন্তেরা তাহদের পশ্চাদ্ধাবন করিয়া অবশেষে তাহাদিগকে বন্দী-অবস্থায় মুর্শিদাবাদে লইয়া যায়। ; তথায় অনেক দিন তাহাদিগকে কারাযন্ত্রণ ভোগ করিতে হইয়াছিল। তাহার পর সাহেবরাম সুলতানাবাদ

  • ক্ষিতীশবংশাবলীচরিতে লিখিত আছে যে, রঘুরামের প্রক্ষিপ্ত শর স্বার। গোলাম মহম্মদ নিহত হয়। উক্ত পুস্তকে গোলাম মহম্মদের স্থলে আলি মহম্মদ লিখিত আছে । লহরীমাল বীরকিটীর নিকটে শিবির সন্নিবেশ করিয়া শিবির হইতে কিছু দূরে অগ্রসর হওয়ায় আলি মহম্মদও তাহার সন্মুখীন হইয় পড়ে। ইহাতে তিনি কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়। রঘুরামের সহিত যুদ্ধ বিষয়ে পরামর্শ করিতেছিলেন। এমন সময়ে আলি মহম্মদ সহসা তীহাকে আক্রমণ করিতে অগ্রসর হইলে রঘুরাম তাহকে শরদ্বারা বিদ্ধ করিয়া ফেলেন। আলি মহম্মদ জলপিপাসায় কাতর হইয় পড়িলে, রঘুরাম জল আনিতে না আমিতে তাহার প্রাণবায়ুর অবসান হয়।

+ এই প্রাস্তরের নিকট লোকে এক্ষণে গুলি ও দগ্ধ কলুকাদি পাইয়। १Iरक !

  1. মুসলমান ঐতিহাসিকগণের মতে ও সাধারণ প্রবাদামুসারে রাজা উদয়নারায়ণ আত্মহত্যা করিয়াছিলেন বলিয়া জানা যায়। কিন্তু তাহ সম্পূর্ণ জমক্সিক । আমরা ১১৬৫ সালে জগন্নাথ শৰ্ম্ম ও রাজারামরায়ের মধ্যে একটা মোকৰ্দমার ভাষা (আর্জি ) ও ভাষোত্তর ( জবাব) প্রাপ্ত হইয়াছি, পরিশিষ্টে তাহ মুদ্রিত হইল। রাজারাম উদয়নারায়ণের গুলিকপুত্র ।

15