পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯৪ মুর্শিদাবাদের ইতিহাস । পরগণার জমীদারী প্রাপ্ত হন, কিন্তু অল্প কাল পরে তাহাও তাহার হস্ত হইতে বিচ্যুত হয়। উদয়নারায়ণ ও তদ্বংশীয়দিগকে রাজ সাহী জমীদারী হইতে বঞ্চিত করিয়া অবশেষে তাহ রঘুনন্দনের ভ্রাতা রামজীবনকে প্রদান করা হইয়াছিল। তদবধি নাটোর-বংশ রাজসাহীর রাজা বলিয়া প্রসিদ্ধ হইয়া উঠেন। ক্রমে সুলতানাবাদ পরগণাও তাহদের হস্তগত হয়। উদয়নারায়ণ একজন আদর্শ জমীদার ছিলেন। তিনি প্রজারঞ্জক, পরহিতরত ও স্বধৰ্ম্মপরায়ণ বলিয়া কীৰ্ত্তিত হইয়া থাকেন। অদ্যাপি অনেক সৎকীৰ্ত্তি তাহার স্বধৰ্ম্মামুরাগের পরিচয় প্রদান করিতেছে। বীরকিটীর রাধাগোবিন্দ বননওগ গ্রামের গিরিধারী প্রভৃতি মূৰ্ত্তি র্তাহারই প্রতিষ্ঠিত। তাহারই স্থাপিত মদনগোপাল মূৰ্ত্তি অদ্যপি বড়নগরে নাটােররাজগণ কর্তৃক পূজিত হইয়া থাকেন। বীরভূম জেলার রামপুরহাট উপবিভাগের অন্তর্গত কনকপুর গ্রামে অপরাজিত নামে যে প্রাচীন দেবতা আছেন, রাজা উদয়নারায়ণ র্তাহার মন্দিরাদির সংস্কার করিয়া দেবীর সেবার সুচারুরূপ বন্দোবস্ত করিয়াছিলেন, অপরাজিত ঐ অঞ্চলের মধ্যে প্রসিদ্ধ দেবতা । আমরা ইতিপূৰ্ব্বে দুই এক স্থলে রঘুনন্দনের নামোল্লেখ করি .. য়াছি এবং তিনি যে মুর্শিদকুলী খাঁর প্রিয়পাত্র ছিলেন তাহাও উল্লিখিত হইয়াছে। এই রষ্ণু ননানই নাটোরবংশের আদিপুরুষ । রঘুনন্দন আপনার অসীম রঘুনন্দন। উক্ত ভাষোত্তর পত্রে স্পষ্টই লিখিত আছে যে, उँीशनिशप्क वनौ कब्रिग्न মুর্শিদাবাদে আনা হইয়াছিল এবং উহার তথায় অনেক দিন বন্দী অবস্থার বাল করিয়াছিলেন। ভাষোত্তর পত্র হইতে রাজা উদয়নারায়ণের সম্বন্ধে অনেক বিষয় অবগত কুৎস্থ স্থায় ।