পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। vጋ›ጫ প্রদানে অশক্ত হওয়ায়, রঘুনন্দন কুলী খাঁর আদেশে ১১১৩ সাল বা ১৭০৬ খৃষ্টাব্দে তাহ রামজীবনের নামে বন্দোবস্ত করিয়া লন। সাতোলরাজ রাজা রামকৃষ্ণের বিধবা পত্নী রাণী সৰ্ব্বাণী পরলোকগত হইলে ও র্তাহার ভ্রাতুপুত্র বলরাম বাৰ্দ্ধক্যবশতঃ জমীদারী কাৰ্য্যে অপটু হওয়ায়, মুর্শিদকুলী খাঁর অনুরোধক্রমে বাদসাহ সাহ আলম ১১২৩ হিজরী বা ১৭১১ খৃষ্টাব্দে রামজীবন ও কালুকোয়ারকে ভাতুড়িয়া জমীদারীর সনন্দ প্রদান করেন। তাহার পর ১৭১৪ খৃষ্টাব্দে সীতারামের উচ্ছেদের পর তাহার ভূষণা জমীদারীর নলদী প্রভৃতি প্রসিদ্ধ পরগণা রঘুনন্দনের অনুরোধে রামজীবনের সহিত বন্দোবস্ত করা হয়। ঐ সময়ে উদয়নারায়ণের বিশাল রাজসাহী জমীদারীও র্তাহীদের সহিত বন্দোবস্ত হওয়ায়, তদবধি তাহার রাজসাহীর জমীদার বা রাজা নামে প্রসিদ্ধ হইয় উঠেন। রাজসাহীর সুলতানাবাদ পরগণা কিছুকাল উদয়নারায়ণের পুত্র সাহেবরামের সহিত বন্দোবস্ত হইয়াছিল, পরে তাহাও নাটােরবংশের হস্তে আইসে। ইহার কয়েক বৎসর পরে সরকার মামুদবাদের অন্তর্গত টুঙ্গী-স্বরূপপুরের জমীদার আফগানবংশীয় স্বজাৎ খী ও নেজাবৎ খাঁ দুর্দান্ত হইয়া নিকটস্থ জমীদারগণের জমীদারীতে লুটপাট আরম্ভ করায় ও সরকারের ৬০ হাজার টাকা লুট করিয়া লওয়ায়, নবাব মুর্শিদকুলীর আদেশে হুগলীর ফৌজদার আসান উল্লা তাহাদিগকে বন্দী করিয়া মুর্শিদাবাদে পাঠাইয় দেন। তথায় তাহারা চিরকারারুদ্ধ থাকিতে বাধ্য হইয়াছিলেন। তাহাদের জমিদারীও পরে রামজীবনের সহিত বন্দোবস্ত করা ইয়। * অতঃপর ক্রমে ক্রমে আরও অনেক প্রসিদ্ধ পরগণার

  • তারিখ বাঙ্গল ।