পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। \9ఫిఫి হইত। নবাব রাজস্বের সঙ্গে বাদসাহ, উজীর ও অন্তান্ত কৰ্ম্মচারীর জন্য হস্ত, পাৰ্ব্বতীয় অশ্ব, আরণ্য মহিষ, কৃষ্ণদার মৃগ, শিকারী পক্ষী, গণ্ডারচর্যুনিৰ্ম্মিত ঢাল, ক্ষুদ্র ক্ষুদ্র বনপাণী তরবারী, শ্ৰীহট্ট প্রদেশজাত শীতল পাটী, স্বর্ণ, রৌপ্য ও গজদন্ত নিৰ্ম্মিত কারুকাৰ্য্য যুক্ত দ্রব্য, ঢাকাই আবরোয়া ও কাশীমবাজারের রেশমী বস্ত্র, এবং হুগলী বন্দরে প্রাপ্ত ইউরোপ হইতে আনীত নানাবিধ মনোরম দ্রব্য উপঢৌকন স্বরূপ পাঠাইতেন। যখন বাঙ্গলার খাজান মুর্শিদাবাদ হইতে রওনা হইত, সে সময়ে নবাব প্রধান প্রধান কৰ্ম্মচারীর সহিত রাজধানী হইতে কিয়দর গমন করিতেন এবং রাজস্বপ্রেরণের বিষয় সরকারী বিজ্ঞাপনীতে লিখিয়া রাখিতেন । বাঙ্গল হইতে রাজস্ব বিহারে উপস্থিত হইলে, তথায় শকট ও সৈন্তের বদল হইত। তথাকার শাসনকর্তা তজ্জন্ত পূৰ্ব্ব হইতে শকট ও সৈন্তের বন্দোবস্ত করিয়া রাখিতেন। এইরূপে এলাহাবাদ, আগর প্রভৃতি স্থানে শকট ও সৈন্য বদল হইয়া অবশেষে তাহ দিল্লীতে পহুছিত। তৎসঙ্গে অন্তান্ত মুবার রাজস্বও যুক্ত হইত। দিল্লীতে অর্থের বিশেষরূপ প্রয়োজন হইলে কোন কোন সময়ে অন্য প্রকারেও রাজস্ব প্রেরণের কথা অবগত হওয়া যায় । সেই সময়ে মুর্শিদাবাদ, দিল্লী ও ভারতবর্ষের অন্তান্ত অনেক স্থানে শেঠদিগের গদী থাকায় মুর্শিদাবাদের গদীতে বাঙ্গলার রাজস্ব প্রদান করিলে, শেঠগণ দিল্লীতে তাহার হুণ্ডী পাঠাইতেন এবং তথাকার গদীর অধ্যক্ষগণ সেই হওঁী-অনুসারে দিল্লীর রাজকোষে টাকা জমা করিয়া দিতেন। পূৰ্ব্বোক্ত প্রকারে রাজস্বপ্রেরণে অনেক সময়ে অসুবিধা ঘটিত বলিয়া পরিশেষে শেষোক্ত প্রথাই অবলম্বনীয় হয়। নবাব মুর্শিদকুলী খাঁ ১ কোট