পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o o মুর্শিদাবাদের ইতিহাস । ৩০ লক্ষ টাকা % বাঙ্গলার রাজস্বস্বরূপে দিল্লীতে প্রেরণ করিতেন। বাঙ্গলার রাজস্বের সহিত শেঠবংশীয়দিগের যে ঘনিষ্ঠ সম্বন্ধ শেঠ মাণিকঃাদ ছিল, তাহ পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে। এই ও ফতে চাদ । শেঠবংশীয়গণ অষ্টাদশ শতাব্দীতে অর্থে ও গৌরবে মুর্শিদাবাদের নবাবের অব্যবহিত পরেই আসন প্রাপ্ত হইতেন। মুর্শিদাবাদের বা বাঙ্গলার ইতিহাসের সহিত র্তাহীদের যেরূপ নিগূঢ় সম্বন্ধ ছিল, এরূপ অন্য কোন বংশের ছিল কি ন সন্দেহ । জগৎশেঠের অগাধ অর্থের ও অপরিসীম গৌরবের কথা কাহারও অবিদিত নাই। অষ্টাদশ শতাব্দীর যাবতীয় রাজনৈতিক ব্যাপারের তাহারাই মূল ছিলেন। আমরা শেঠদিগের পূৰ্ব্ব পরিচয় প্রদান করিয়া যথাস্থানে সে সমস্ত বিষয়ের উল্লেখ করিব। এই ধনকুবেরগণের আদি নিবাস মাড়বারের অন্তগত নাগরনামক স্থানে ছিল। র্তাহাদের পূৰ্ব্বপুরুষ হীরানন্দ সাহু অর্থের চেষ্টায় নাগর হইতে পাটনায় উপস্থিত হন। সেই সময়ে পাটনা ব্যবসায়বাণিজ্যে একটা প্রধান স্থান হইয় উঠে এবং তথায় ইংরাজ, ওলন্দাজ প্রভৃতি ইউরোপীয়গণের কুঠী সংস্থাপিত হওয়ায় বাণিজ্যবিষয়ে তাহার গৌরব আরও বদ্ধিত

  • তারিখ বাঙ্গল ও রিয়াজুস সালাউীনে ১ কোটি ৩ লক্ষ লিখিত আছে । ফারসী “সী" শব্দে ৩০ ও ‘সে” শব্দে ও বুঝায় স্বতরাং "সী" স্বলে পরিশেষে "সে" লিখিত হইয়া থাকিবে। -
  • জগৎশেঠদিগের বিস্তৃত বিবরণ মুর্শিদাবাদ-কাহিনীর জগৎশেঠ নামক প্রবন্ধে দ্রষ্টব্য। জগৎশেঠ নামক একখানি স্বতন্ত্র গ্রন্থও প্রকাশিত ट्झेररु !