পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। 8 e > হয়। হীরানন্দ ক্রমে ক্রমে সামান্ত কৰ্ম্ম হইতে কিছু অর্থ সঞ্চয় করিয়া এবং প্রবাদানুসারে সহসা অনেক ধনসম্পত্তি প্রাপ্ত হওয়ায়, পাটনায় গদীর ব্যবসায় বা মহাজনের কারবার আরম্ভ করেন। ক্রমে তাহা হইতে যখন অধিক পরিমাণে ধন সঞ্চয় হয়, তখন তিনি র্তাহার সাত পুত্রকে সাতটা স্থানে গদী করিয়া দেন। র্তাহার কনিষ্ঠ পুত্র মাণিকচাদ প্রথমে ঢাকায় গদী স্থাপন করিয়াছিলেন। পরে মুর্শিদকুলী খাঁ ঢাকা হইতে মুর্শিদাবাদে আসিলে, দেওয়ানী কাৰ্য্যালয়ের সহিত গদীর বিশেষরূপ সম্বন্ধ থাকায়, মাণিকৰ্চাদও মুর্শিদাবাদে আগমন এবং তাহার মহিমাপুর নামক স্থানে আপনার বাসস্থান ও গদী স্থাপন করেন। ঢাকায় অবস্থান কালেই মুর্শিদকুলী খাঁর সহিত র্তাহার পরিচয় হইয়াছিল, মুর্শিদাবাদে আসিলে ক্রমে তাহ প্রগাঢ় হইয়া উঠে। মুর্শিদকুলী খ মুর্শিদাবাদে যে টাকশাল স্থাপিত করিয়াছিলেন, তাহা মাণিকচাদের পরামর্শক্রমে হইয়াছিল বলিয়। কথিত হইয়া থাকে। মহিমাপুরের পরপারে ভাগীরথীর পশ্চিম তীরে উক্ত টাকশাল স্থাপিত হয়। এক্ষণেও তাহার সামান্ত চিহ্ন দেখিতে পাওয়া যায়। কুলী খাঁ মাণিকচাদকে টাকশাল পরিদর্শনের ভার অর্পণ করেন। মুর্শিদাবাদের টাঁকশাল হইতে তৎকালে ইউরোপীয়গণও অনেক মুদ্র মুদ্রিত করিয়া লইতেন, এই জন্ত ক্রমে ক্রমে তাহার আয় বৃদ্ধি হয়। জমীদারগণের সহিতও মাণিকচাদের ঘনিষ্ঠ সম্বন্ধ হইয়াছিল। যে সমস্ত জমীদার যথাসময়ে রাজস্ব প্রদান করিতে পারিতেন না, তাহারা বিপদ হইতে উদ্ধারের জন্ত শেঠদিগের শরণাপন্ন হইতেন। শেঠগণ ঐ সকল জমীদারের পক্ষ হইতে খালসা বিভাগে টাকা জমা করিয়া দিতেন, তজ্জন্ত র্তাহারা জমীদারদিগের