পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 oミ মুর্শিদাবাদের ইতিহাস । নিকট হইতে সুদ প্রাপ্ত হইতেন। ইউরোপীয়গণও আপনাদিগের ব্যবসায়ের জন্য সময়ে সময়ে শেঠদিগের গদী হইতে টাকা লইতেন। তদ্ভিন্ন সরকারী কার্য্যের জন্ত শেঠদিগকে টাকার সরবরাহ করিতে হইত। এইরূপে সরকারের সহিত শেঠদিগের ঘনিষ্ঠ সম্বন্ধ হওয়ায়, নবাব মুর্শিদকুলীর অনুরোধক্রমে বাদসাহফরথসের হিজরী ১১২৭ বা ১৭১৫ খৃষ্টাব্দে মাণিকচাদকে শেঠ উপাধিতে ভূষিত করিয়া যথারীতি ফাৰ্ম্মান প্রদান করেন। মাণিকচাদও আরঙ্গজেবের মৃত্যুর পর বাদসাহপরিবর্তন কালে মুর্শিদকুলীর দেওয়ানী ও নাজিমী পদ স্থায়ী থাকার জন্ত র্তাহাকে নানা প্রকারে সাহায্য করিয়াছিলেন। মাণিকচাদ কুলী খার এরূপ প্রিয়পাত্র ছিলেন যে, নবাব সকল বিষয়ে তাহার পরামর্শ গ্রহণ করিতেন। মুর্শিদকুলীর রাজস্ববন্দোবস্তের সহিতও মাণিকচাদের বিশেষরূপ সম্বন্ধ ছিল বলিয়া উক্ত হইয়া থাকে । নবাব শেঠদিগকে এরূপ বিশ্বাস ও র্তাহাদের গদীকে এরূপ নিরাপদ মনে করিতেন যে, তথায় তাহার নিজের সমস্ত ধনরত্ন গচ্ছিত রাখিতেন। মুর্শিদকুলী খাঁর মৃত্যুকালে শেঠ দিগের গদীতে র্তাহার ৫ কোটি টাকা মজুত ছিল বলিয়া শুনা যায়। এই টাকা পরে প্রত্যপিত না হওয়ায় সরফরাজ খার সহিত শেঠদিগের বিবাদ ঘটার এক কথা প্রচলিত আছে। আমরা পরে সে বিষয়ের আলোচনা করিব। মাণিকটাদ নিঃসন্তান হওয়ায় স্বীয় ভাগিনেয় ফতেচাদকে পুত্রের দ্যায় প্রতিপালন করিয়া আপনার গদীর গোমস্ত নিযুক্ত করেন। ফতেচাদের মাতার নাম ধনবাই ও পিতার নাম উদয়টাদ। উদয়ৰ্চাদ বারাণসীর একজন প্রধান শেঠ ছিলেন। ক্রমে মাণিকচাদ সমস্ত কাৰ্য্য হইতে অবসর গ্রহণ করায় ফতেচাদ মুর্শিদাবাদ গদীর কার্য্যপরিচালনে প্রবৃত্ত হন।