পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। 8 >> কোম্পানীকে মুদ্র মুদ্রিত করিবার অনুমতি প্রদান করিবেন। (৩) ইউরোপীয় অথবা দেশীয় কোন ব্যক্তি কোম্পানীর নিকট ঋণী বা দায়ী হইলে প্রার্থনামাত্রেই তাহাকে কলিকাতার অধ্যক্ষের হস্তে প্রদান করিতে হইবে। (৪) সুলতান আজিম ওশ্বানের আদেশানুসারে কোম্পানী যেরূপে সুতানুটি, কলিকাতা ও গোবিন্দপুরের জমীদারী স্বত্ব ক্রয় করিয়াছিলেন, সেইরূপ তাহদের চারিপাশ্বস্থ ৩৮ খানি গ্রামের জমীদারী তাহদিগকে ক্রয় করিতে দেওয়া হইবে। খাঁ দুরান যদিও কোম্পানীর পক্ষাবলম্বনে প্রতিশ্রত হইয়াছিলেন, তথাপি দূতগণ যেন উজীরের উপর সম্পূর্ণরূপেই নির্ভর করিতেছেন, এইরূপ ভাব প্রকাশ করার জন্ত তাহাদিগকে পরামর্শ দেন। বাদসাহও কোম্পানীর আবেদন গ্রাহ করিতে সম্মত হইলেও কতকগুলি বিষয়ের বিবেচনার জন্ত দরবারের প্রধান প্রধান কৰ্ম্মচারীর উপর ভার প্রদান করেন। কাজেই প্রকারান্তরে সমস্ত বিষয়ে উজীরের উপর নির্ভর করিতে হয়। অনেক বাদানুবাদের পর উজীর কোম্পানীর আবেদনের মধ্যে কতকগুলি সামান্ত বিষয়ের অনুমতি-পত্র দিতে স্বীকৃত হইলে দূতগণ বাদসাহের নিকট আরও দুইখানি আবেদনপত্র উপস্থিত করেন। অবশেষে উজীর তাহদের সমস্ত আবেদন গ্রাহ করিয়া কোম্পানীকে সনন্দ প্রদান করিতে সন্মত হন। উক্ত সনদে কেবল উজীরের স্বাক্ষর ও মোহর থাকায়, দূতগণ পুনবার গোলযোগে পড়িলেন। কারণ, রাজধানীর নিকটস্থ সরকারী কৰ্ম্মচারিগণ উজীরের স্বাক্ষর গ্রাহ করিলেও দূরস্থ সুবেদারগণ যে তাহার প্রতি সন্মান প্রদর্শন করিবেন না, ইহা তাহারা উত্তম রূপে বুঝিতে পারিয়াছিলেন । এই সময়ে আবার কতিপয় কারণে