পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২২ মুর্শিদাবাদের ইতিহাস । ফতেয়াবাদের দক্ষিণ পূৰ্ব্ব কোণ হইতে ত্রিপুরার দক্ষিণ পর্য্যন্ত 33 বঙ্গোপসাগরের পূর্ব উপকূল ব্যাপিয়া সরকার চাটগ । চাটগ বা চট্টগ্রাম বিস্তৃত ছিল । চট্টগ্রাম কেবল ৭ট পরগণায় বিভক্ত হয়, কিন্তু ২,৮৫,৬০৭ টাকা তাহার জমা निर्मिष्ठे ङ्य़ांझिल । বাঙ্গলার দ্বারস্বরূপ তিলিয়াগড়ী ও শকরৗগলি হইতে বর্ত는, মান রাজমহল প্রদেশ লইয়া ভাগীরথী অতিক্রম ওড়ম্বর । করিয়া মুর্শিদাবাদ প্রদেশের অন্তর্গত চুনাখালি পরগণা পৰ্য্যন্ত ভূখণ্ড সরকার ওড়স্বর নামে অভিহিত হয়। ইহার মধ্যে গৌড়ের পরবর্তী রাজধানী টাড়া ও রাজমহল স্থাপিত হওয়ায় ইহাকে সরকার টাড়া বা রাজমহলও বলিত। সরকার ওড়স্বরের অন্তর্গত চুনাখালি পরগণায় মুর্শিদাবাদ নগর অবস্থিত। ওড়স্বরে ৫২ পরগণা ও ৬,০১,৯৮৫ টাকা জমা নির্দিষ্ট হয়। ওডস্বরের দক্ষিণ হইতে ভাগীরথীর পশ্চিম পৰ্য্যন্ত বৰ্দ্ধমান ు రి নগর ও পরগণাকে অন্তভুক্ত করিয়া সরসরীফtৰাদ । কার সরীফাবাদ বিস্তৃত হয় । সরীফাবাদকে ২৬ পরগণায় বিভাগ করিয়া ৫,৬২,২১৮ টাকা তাহার জমা ধাৰ্য্য করা হয় । সরীফাবাদ হইতে ভাগীরথীর পশ্চিম তীরে দক্ষিণে প্রায় সমুদ্র > 8 পৰ্য্যস্ত ভূভাগ লইয়া সরকার সেলিমান সেলিমানাবাদ । বাদ গঠিত হইয়াছিল। তাহাকে সাধারণতঃ সেলিমাবাদও বলিত। সেলিমাবাদে ৩১ পরগণা ও ৪,৪০,৭৪৯ টাকা জমা দৃষ্ট হয়।