পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 8えや সরীফাবাদ ও সেলিমাবাদের পশ্চিম সীমায় বীরভূম হইতে রূপনারায়ণ ও দামোদরের সঙ্গমস্থলের নিকট 为敬 মণ্ডলঘাট পৰ্য্যন্ত পশ্চিমে বিষ্ণুপুর ও পঞ্চ- মাদারুণ । কোট বা পাচেট ও দক্ষিণে সুন্দরবনের ভাটি অবধি সরকার মাদারুণ বিস্তৃত ছিল । তাহার পরগণার সংখ্যা ১৬ ও জমার পরিমাণ ২,৩৫,৪৮৫ টাকা । বাঙ্গলার প্রাচীন ও প্রসিদ্ধ বন্দর সপ্তগ্রামের নামানুসারে পলাশী পরগণা হইতে আরম্ভ করিয়া মণ্ডল- 2\! ঘাট পর্য্যন্ত ভাগীরথীর উভর তীর, বিশে- সাতগাঁ । যতঃ পূৰ্ব্ব তীরের অধিকাংশ ভূভাগ ব্যাপিয়া সরকার সাতগার স্বষ্টি হয়। বন্দর সপ্তগ্রামও ইহার অন্তভূত ছিল। সাতগ ৪৩ পরগণায় বিভক্ত হইয়া ৪,১৮,১১৮ টাকা জমা বন্দোবস্ত হয়। সরকার সাতগার নিকট ভাগীরথী ও পদ্মার মধ্যস্থ সুবৃহৎ ‘ব’ দ্বীপের উত্তর কোণে সরকার মামুদাবাদ » ፃ বা ভূষণ অবস্থিত ছিল। মামুদাবাদের পর- मांभूमीवान । গণার সংখ্যা ৮৮ ও জমার পরিমাণ ২,৯০,২৫৬ টাকা । বাঙ্গলার ‘ব’ দ্বীপের অন্তর্গত সরকার মামুদাবাদের দক্ষিণ সমুদ্র উপকূলে সুন্দরবন পৰ্য্যন্ত বছনদীপরিপূর্ণ Sty সরকার খালিফিতাবাদ অবস্থিত ছিল। খালিফিতাবাদ । তাহার সাধারণ নাম যশোহর। এই খালিফিতাবাদে ৩৫ পরগণা ও ১,৩৫,০৫৩ টাকা জমা নির্দিষ্ট হয়। খালিফিতাবাদ বা যশোহরের পূৰ্ব্বে সাধারণতঃ পদ্মার পশ্চিম তীরে ‘ব’ দ্বীপের দক্ষিণ-পূৰ্ব্ব কোণে, তাহার | 3 সঙ্গমস্থলের নিকট রাবণাবাদ দ্বীপ ও দক্ষিণে स्वीकृङ !