পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՑՎ8 মুর্শিদাবাদের ইতিহাস । ভাট পৰ্য্যন্ত ভূভাগ সরকার বাকল নাম প্রাপ্ত হয়। বাকল ৪টা পরগণায় বিভক্ত হইয়াছিল, কিন্তু ১,৭৮,২৬৬ টাকা তাহার জমা ধাৰ্য্য হয় । - এইরূপে সমস্ত বঙ্গরাজ্যকে ১৯ সরকার ও ৬৮২ পরগণায় তোড়রমলের জায়- বিভক্ত করিয়া রাজা তোড়রমল্ল ৬৩,৪৪,২৬০ গীর বন্দোবস্ত । টাক তাহার খালসা ভূমির জমা নির্দেশ করেন। কিন্তু তদ্ব্যতীত জায়গীর ভূমির জন্য স্বতন্ত্র জমা বন্দোবস্ত হয়। ঐ সমস্ত জায়গীর ভূমি সুবেদার, ফৌজদার, মনসবদার, সেনাপতি ও সরকারী অন্তান্ত কৰ্ম্মচারীর ব্যয়ের জন্ত নির্দিষ্ট হইয়াছিল। সমগ্র জায়গীর ভূমির ৪৩,৪৮,৮৯২ টাকা জমা নির্দিষ্ট হইয়া খালসা জমাসমেত রাজা তোড়রমল্ল কর্তৃক ১৫৮২ খৃঃঅন্ধে সমগ্র বাঙ্গলার ১,০৬,৯৩,২৬০ টাকা জমা নির্দিষ্ট হয়। বাদসাহ সাজাহানের রাজত্বসময়ে যৎকালে সুলতান সুজা বাঙ্গলার সুবেদারী পদে প্রতিষ্ঠিত ছিলেন, সেই সময়ে ১৬৫৮ খৃঃঅব্দে তিনি রাজা তোড়রমল্লের বন্দোবস্তের সংশোধন করিয়া সংশোধিত জমাতুমার প্রস্তুত করেন। তদবধি তাহ আসল জমাতুমারের স্তায় প্রচলিত হয়। সুজার সময়ে বাঙ্গলার উত্তর-পশ্চিম প্রান্তে কতকাংশ cमाशन गांबांखाडूङ इग्न ७वर रुङक डूडांश डिनि श्व उक्लिश হইতে খারিজ করিয়া লন। এই বৰ্দ্ধিত ভূখণ্ডের জমার সহিত টাকশাল প্রভৃতির আয় যোগ করিয়া তিনি বৰ্দ্ধিত রাজ্যকে অতিরিক্ত ১৫ সরকার ও ৩০৭ পরগণায় বিভক্ত করেন ও তাহার জম ১৪,৩৫,৫৯৩ টাকা নির্দিষ্ট হয় তাহার পর তিনি তোড়রমল্লের নির্দিষ্ট জমার উপর ৯,৮৭,১৬২ টাকা বৃদ্ধি ও সেই বঙ্কিত मांश्छांद्र खएमा विलु ।