পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8xუჯ. মুর্শিদাবাদের ইতিহাস । এবং বালেশ্বর বন্দর ও তাহার নিকটস্থ ভূভাগ লইয়া চাকলা বন্দর বালেশ্বর গঠিত হয়। চাকলা বালেশ্বরে ১৭ পরগণা বা মহাল ও ১,০৮,৪৭৬ টাকা জমা নির্দিষ্ট হইয়াছিল। মালজেঠিয়, জলেশ্বর প্রভৃতি কিসমৎ, সরকার মসকুরীর কত२ কাংশ এবং জালামুঠা, দরোদুমান, মহিষাদল হিজলী । প্রভৃতি পরগণার মিঠান ও লোনা জমী লইয়া চাকলা হিজলীর গঠন হয় । চাকলা হিজলীতে ৩৫ পরগণা ও ৪,১৮,৫৮৯ টাকা জমা বন্দোবস্ত হয়। এই দুই চাকলা উড়িষ্যার প্রান্তে অবস্থিত ছিল। সরকার ওড়ম্বর, জেন্নেতাবাদ, বাৰ্ব্বৰ্ণকাবাদ, সরীফাবাদ ও vరి মামুদাবাদ প্রভৃতির অধিকাংশ ভূভাগ, সাতগার মুর্শিদাবাদ । কয়েকট পরগণ দার-উল-জাঁর্ব বা টাকশালের আয় এবং চুণাখালির শুল্ক লইয়া চাকলা মুর্শিদাবাদের স্বষ্টি হইয়াছিল। চাকলা মুর্শিদাবাদে রাজসাহী জমীদারীর কতকাংশ, কাশমবাজার দ্বীপের উৰ্ব্বর ভূখণ্ড, বীরভূম ও উখড়া বা নদীয়া জমীদারীর কতকাংশ এবং ফতেসিংহ, আসাদনগর, সাত সইকা প্রভৃতি প্রসিদ্ধ পরগণা ও রুকুনপুর, লস্করপুর, চাদলই প্রভৃতি জমীদারীরও অনেকাংশ ইহার অন্তর্নিবিষ্ট হয়। সমগ্র চাকলায় ১১৮ পরগণা ও ২৯,৯৯,১২৬ টাকা জমা ধাৰ্য্য হইয়াछ्लि । - : সরকার সরীফাবাদের কতকাংশ, মাদারুণ, পেস্কস ও সেলিমা8 বাদের অধিকাংশ এবং সাতগার কতকাংশ বৰ্দ্ধমান । লইয়৷ চাকলা বৰ্দ্ধমান গঠিত হয়। চাকলা বৰ্দ্ধমানে বৰ্দ্ধমান, বীরভূম জমিদারীর কতকাংশ এবং বিষ্ণুপুর ও