পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 8ළුA সরকার শীলহাট ও তাহার নিকটস্থ আরও কতক ভূভাগ লইয়। চাকলা শীলহাটের উৎপত্তি হয়। চাকলা ১২ শলহাটের মধ্যে সরাইল, তাড়াস প্রভৃতি প্রসিদ্ধ শীলহাট । পরগণা অবস্থিত ছিল । শীলহাট চাকলায় ১৪৮ পরগণা ও ৫,৩১,৪৫৫ টাকা জমা নির্দিষ্ট হইতে দেখা যায়। নবাব সায়েস্তা খাঁ কর্তৃক চট্টগ্রাম অধিকারের পর চট্টগ্রাম প্রদেশ যেরূপ ভাবে গঠিত হইয়াছিল, পুরাতন চাটগাঁ రి সরকারের সহিত সেই সমস্ত ভূভাগ লইয়া ইসলামাবাদ। চাকলা ইস্লামাবাদের স্মৃষ্টি হয়। চাকলা ইস্লামাবাদে ১৪৪ পরগণা ও ১,৭৬,৭৯৫ টাকা জমা বন্দোবস্ত হইয়াছিল। এই ছয়টা চাকলা পদ্মার পূর্ব পাশ্বে অবস্থিত হয়। উপরোক্ত ত্রয়োদশ চাকলা হইতে জানিতে পারা যায় যে, কুলী খাঁর সময়ে সমস্ত বঙ্গরাজ্যে ১৬৬০ পরগণা ও ১,৪২,৮৮,১৮৬ টাকা জমা ধাৰ্য্য হইয়াছিল । চাকুল বিভাগ করিয়া, কুলী খাঁ চাকৃলাসমূহের মধ্যে যে সমস্ত জমীদারী অন্তর্নিবিষ্ট হইয়াছিল, তাহাদের জমা সরকার, জমাদার ধাৰ্য্য করেন। সেই সমস্ত ধাৰ্য্য জমা এক এক ७ ब्लtश्नड । চাকলার নির্দিষ্ট জমা বলিয়া গণ্য হয়। কুলী খার এই স্থায়ী জমীদারী বন্দোবস্তের পূৰ্ব্বে আমরা মুসলমান রাজত্বকালে সরকার জমীদার ও রায়ত বা প্রজার পরম্পরের কিরূপ সম্বন্ধ ছিল, তাহার আলোচনা করিয়া পরে উক্ত বন্দোবস্তের উল্লেখ করিতেছি। হিন্দু রাজত্ব কালে রাজা প্রজার নিকট হইতে উৎপন্ন শস্তের ষষ্ঠাংশ বা তাহার মূল্য করশ্বরূপ গ্রহণ করিতেন। মুসলমানবিজয়ের পর ভারতবর্ষে তাহার অনুপাত ক্রমে বৰ্দ্ধিত হইয়া আলাউদ্দীন খিলিজীর সময়ে সরকার প্রজার নিকট হইতে অৰ্দ্ধাংশ গ্রহণ করিতে