পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

క\రి\ মুর্শিদাবাদের ইতিহাস । আরম্ভ করেন । হিন্দু রাজত্বকালে বা মুসলমান শাসনের প্রথম অবস্থায় রাজ ও প্রজা বা সরকার ও রায়তের মধ্যে জমীদার নামে মধ্যবৰ্ত্তী কোন শ্রেণী ছিল বলিয়া জানা যায় না। বিশেষতঃ এক্ষণেও বাঙ্গলা ব্যতীত ভারতের অন্ত কোন স্থানে প্রকৃত জমীদার নাই। তবে প্রাধন প্রধান রাজার অধীনে কতকগুলি ক্ষুদ্র রাজা থাকিতেন। এক্ষণে জিজ্ঞাস্ত হইতে পারে যে, বাঙ্গলায় এরূপ জমীদারশ্রেণীর উৎপত্তি হইল কেন ? আলোচনার দ্বারা এইরূপ অবগত হওয়া যায় যে, খিলিজীবংশের পর তোগলকবংশের বাদসাহীকালে খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীয় মধ্যভাগ হইতে বাঙ্গলা স্বাধীন পাঠান নৃপতিগণ দ্বারা শাসিত হইতে আরব্ধ হয়। পাঠানেরা বাঙ্গলা জয় করিলেও ইহার সীমান্তপ্রদেশের রাজাদিগকে সম্পূর্ণরূপে পরাজিত করিতে পারেন নাই। কোন কোন সময়ে তাহাদের রাজ্যের কতকাংশ পাঠান রাজ্যভুক্ত হইলেও, উক্ত রাজগণ সুযোগ পাইলেই তাহা পুনৰ্ব্বার স্ব স্ব রাজ্যের অন্তর্নিবিষ্ট করিয়া লইতেন। তদ্ব্যতীত বাঙ্গলার রাজধানী গৌড় তাহার এক প্রান্তে অবস্থিত হওয়ায় ও তৎকালে চলাচলের নানাপ্রকার অসুবিধা থাকায়, পাঠান নৃপতিগণ সরকার হইতে রাজস্ব আদায়ের জন্ত কৰ্ম্মচারিনিয়োগ তাদৃশ সুবিধাজনক মনে করেন নাই। এই জন্ত র্তাহারা বাঙ্গলায়, বিশেষতঃ পূৰ্ব্ব ও দক্ষিণ বাঙ্গলায় কতকগুলি উপযুক্ত ব্যক্তির প্রতি রাজস্ব আদায়ের ভার অর্পণ করিয়া তাহদের হস্তে সমস্ত ভূমি ছাড়িয়া দেন। এইরূপে ভূমির কর্তৃত্ব লাভ করিয়া তাহারা সাধারণতঃ ভৌমিক ও পরিশেষে জমীদার নামে অভিহিত হন। ভৌমিকগণ কেবল সরকারের নির্দিষ্ট রাজস্ব প্রদান করিয়া নিৰ্ব্বিবাদে সমস্ত আয় উপভোগ করিতেন । এইরূপে সরকার অপেক্ষ তাহদেরই