পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88e মুর্শিদাবাদের ইতিহাস । করমাত্র প্রদান করিয়া ক্ষান্ত হইতেন, তাহাদের রাজ্যে খালসা বিভাগের কৰ্ম্মচারিগণ বিশেষ কোন রূপ ক্ষমতা প্রকাশ করিতে পারিতেন না। দ্বিতীয় শ্রেণীর জমীদারগণের মধ্যে রাজসাহী, বৰ্দ্ধমান, দিনাজপুর, নদীয়া, পুটিয়া প্রভৃতির রাজগণ বিস্তৃত জমীদারী ভোগ করিতেন, এবং অন্যান্ত ক্ষুদ্র ক্ষুদ্র জমীদার অপেক্ষ তাহাদের প্রতি অনেক ক্ষমতা অপিত হইয়াছিল। ঐ সমস্ত রাজা-জমীদার ব্যতীত অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জমীদারের হস্তেও অনেক জমীদারী প্রদত্ত্ব হয়। প্রথম শ্রেণীর রাজগণ চিরকাল ও দ্বিতীয় শ্রেণীর মধ্যে রাজা-জমীদারগণ প্রায়ই এবং অবশিষ্ট ক্ষুদ্র জমীদারগণ অধিকাংশ সময়েই ঐ সমস্ত রাজ্য বা জমীদারী উত্তরাধিকারিক্রমে প্রাপ্ত হইতেন, কিন্তু প্রত্যেককে তজ্জন্ত নূতন সনন্দ গ্রহণ করিতে হইত, এবং তাহারা সরকারের বিনা আদেশে জমীদারী বিক্রয় বা হস্তান্তর করিতে পারিতেন না । সুতরাং ইহা দ্বারা বুঝা যাইতেছে যে, প্রথম শ্রেণীর রাজগণ ব্যতীত দ্বিতীয় শ্রেণীর সমস্ত জমীদারকে উত্তরধিকারিক্রমে জমীদারী ভোগে বঞ্চিত করার ক্ষমতা সম্পূর্ণ রূপে সরকারের হস্তে থাকিলেও কাৰ্য্যতঃ সকলেই উত্তরাধিকারিক্রমে জমীদারী ভোগ করিতেন। তবে বিশেষ কোন কারণ উপস্থিত হইলে সরকারের ইচ্ছানুসারে তাহার পরিবর্তন ঘটিত । এই সকল

  • মুসলমান রাজত্বকালে জমীদারগণের কিরূপ অধিকার ছিল, তাহ লইয়৷ মতভেদ আছে। কোম্পানীর সেরেস্তাদার গ্রান্ট সাহেব বলেন যে, জমীদারের বার্ষিক ইজারদার মাত্র ছিলেন। কিন্তু বেটন রোজ বলেন যে, জমীদারীতে জমীদারদিগের উত্তরাধিকারিক্রমে অধিকার ছিল। প্রকৃত গক্ষে জমীদারীতে জমীদারদিগের উত্তরাধিকারী ক্রমে অধিকার না থাকিলেও, ও সরকার, ইচ্ছানুসারে কার্য্য করিলেও, কাৰ্য্যতঃ জমীদারগণ উত্তর