পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 886: উপদ্রব বাড়িতেছে, তাহাতে জমীদারদিগের হস্তে কতক পরিমাণে শান্তিরক্ষার ক্ষমতা থাকা আমরা দেশের পক্ষে মঙ্গলকর বলিয়াই বিবেচনা করিয়া থাকি। র্তাহাদের ক্ষমতার অপব্যবহারের প্রতি গবর্ণমেণ্ট অনায়াসে তীক্ষ দৃষ্টি রাখিতে পারেন। এই রূপে জমীদারদিগকে রাজস্বসংগ্রহের সম্পূর্ণ ও শাসনসম্বন্ধে কিয়ৎপরিমাণে ক্ষমতা প্রদান করিয়া কুলী খাঁ তাহাদিগকে আপনাপন জমীদারীতে স্থায়ী করার ইচ্ছা করেন। যদিও তিনি পূৰ্ব্বে অনেক জমীদারকে উত্তরাধিকারীস্থত্রের অধিকার হইতে বঞ্চিত করিয়াছিলেন, তথাপি এক্ষণে সে অধিকার কতক পরিমাণে সরকারের হস্তে রাখিয়াও যাহাতে কাৰ্য্যতঃ জমীদারগণ উত্তরাধিকারাস্তুত্রে আপনাপন জমীদারীর অধিকার প্রাপ্ত হন,শেষ দিকে তাহার যে এই রূপ ইচ্ছা হইয়াছিল, তাহ তাহার স্থায়ী জমীদারী বন্দোবস্ত হইতে স্পষ্ট বুঝা যায়। কোম্পানী দেওয়ানীগ্রহণের পর প্রথমতঃ, বিশেষতঃ ওয়ারণ হেষ্টিংসের সময়ে মুর্শিদকুলী খার পূর্ব পূৰ্ব্ব বন্দোবস্তের অনুসরণ করিয়া অনেক জমীদারকে উত্তরাধিকারীসুত্রের অধিকার হইতে বঞ্চিত করিয়াছিলেন। কিন্তু তাহাতে নানাপ্রকার গোলযোগ ঘটিতেছিল দেখিয়া লর্ড কর্ণওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। অবগু কর্ণওয়ালিসের পূর্ব হইতেও কোম্পানী এ বিষয়ে বিবেচনা করিতেছিলেন। বর্তমান চিরস্থায়ী বন্দোবস্তের উপকারিতা ও অপকারিত সম্বন্ধে অনেক কথা বলা যাইতে পারে। এস্থলে তাহার আলোচনা নিম্প্রয়োজন। মুর্শিদকুলী খার স্থায়ী বন্দোবস্তে জমীদারের প্রজাদিগের উপর অত্যাচার ও অতিরিক্ত কর আদায় করিতে নিষিদ্ধ হন। কিন্তু প্রজারা আপনাদের দেয় নির্দিষ্ট খাজনা অপেক্ষ এক্ষণে আরও কিছু অধিক কর দিতে বাধ্য হইয়াছিল।