পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪8২৩ মুর্শিদাবাদের ইতিহাস। কুলী খার সুবেদারীর সময় হইতে আবওয়াব প্রথার উৎপত্তি হয়। এই আবওয়াবের অংশ পরগণার নিরিখের সঙ্গে যুক্ত হওয়ায়, প্রজাদিগকে কিছু অতিরিক্ত করভার বহন করিতে হইয়াছিল। - দেওয়ানীবিভাগ হইতে ঐরূপ বন্দোবস্ত করিয়া নবাব মুর্শিদ আবওয়াব বেদারী, কুলী জাফর খাঁ সুবেদারস্বরূপে আবার কতকখাসনবিশী । গুলি অতিরিক্ত করের স্বষ্টি করেন। তাহাই আবওয়াব সুবেদারী নামে অভিহিত হইয়া থাকে। কুলী খার পরবর্তী সুবেদারগণ উত্তরোত্তর আবওয়াবের বৃদ্ধি করিয়াছিলেন। আমরা ক্রমে সে বিষয়ের উল্লেখ করিব। জাফর খার সময়ে যে আবওয়াব বা অতিরিক্ত কর প্রচলিত হয় তাহার নাম আবওয়াব খাসনবিশী। প্রথমে জমীদারী বন্দোবস্ত হইতেই ইহার উৎপত্তি হইয়াছিল। জমীদারগণ প্রতি বৎসরে আপনাদিগের জমীদারী বন্দোবস্তের নূতন সনন্দ গ্রহণকালে খালসার মুহুরীদিগের পারিশ্রমিক স্বরূপ কিছু কিছু কর দিতে বাধ্য হইতেন। সেই করই প্রথমতঃ আবওয়াব খাসনবিশী নামে অভিহিত হয়। খাসনবিশীর পরিমাণ প্রথমে ১,৯১,০৯৫, টাকা মাত্র ছিল। ক্রমে বাদসাহের সিংহাসনারোহণের বাৎসরিক উৎসব উপলক্ষে নাজিম কর্তৃক দেয় নজরান সুবৰ্ণ মোহরের মূল্য স্বরূপ ৬৫,৫১১ টাকা কর ধাৰ্য্য হইয়া খাসনবিশীর সহিত যুক্ত হইয়াছিল। তাহার পর সায়র বা শুস্ক বিভাগ কর্তৃক আর একটা কর ধাৰ্য্য হয়। চুণাখালি হইতে যে সমস্ত বস্তাবন্দী দ্রব্যের রপ্তানী হইত, তাহার রসুম বা করম্বরূপ ২,২৫২ টাকা যুক্ত হইয়া মোট খাসনবিশী আবওয়াবের পরিমাণ ২,৫৮,৮৫৭ টাকা হইয়া উঠে। জমীদারদিগের নিকট হইতে যে আবওয়াব আদায় হইত,