পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 88為 নবাব আলিবর্দী খাঁর সময়ে রাজা জানকীরাম কর্তৃক বিহারের নূতন বন্দোবস্ত হয়। আমরা যথাস্থানে তাহার উল্লেখ করিব। আকবর বাদসাহের সময় বঙ্গরাজ্য মোগল সাম্রাজ্যভুক্ত হইলেও, উড়িষ্যা অনেক দিন পৰ্য্যন্ত আফগানদিগের হস্তে . ছিল। রাজা মানসিংহ আফগানদিগকে দমন করিয়া উড়িষ্যা বঙ্গরাজ্যের অন্তভুক্ত করিলে, ১৫৯২ খৃঃ অব্দে অর্থাৎ বাঙ্গলার বন্দোবস্তের প্রায় দশ বৎসর পরে তাহার বন্দোবস্ত হয়। জলেশ্বর, ভদ্রক, কটক, কলিঙ্গ ও রাজমহেন্দ্রী এই ৫ সরকার ও ৯৯ পরগণার বিভক্ত হইয়া ৪২,৬৮,৩৩০ টাকা তাহার জমা নির্দিষ্ট হইয়াছিল। সেই সময়ে সমস্ত বঙ্গরাজ্যের উড়িষ্যা সমেত ১,৪৯, ৬১,৪৮২ টাকা জমা ধাৰ্য্য হয়। আকবরের সময় কলিঙ্গ ও রাজমহেন্দ্রী উড়িষ্যার সরকাররূপে গণ্য হইলেও মোগলেরা চিল্কা হ্রদের দক্ষিণে আপনাদিগের অধিকার অক্ষুণ্ণ রাখিতে পারিয়াছিলেন বলিয়া বোধ হয় না । সেই জন্ত পরবর্তী মোগল বাদসাহদিগের রাজত্বকালে উক্ত দুই সরকারকে সুবা উড়িষ্যার অন্তভুক্ত দেখা যায় না। সাজাহানের রাজত্বকালে ১৬২৭ হইতে ১৬৫৮ খৃঃ অব্দ পর্য্যন্ত উড়িষ্যা বাঙ্গল হইতে বিচ্ছিন্ন হইয়া স্বতন্ত্র সুবায় পরিণত হয়। সেই সময়ে উক্ত সুবা কটক, বড়োয়, যাজপুর, পাদশানগর, ভদ্রক, সেরাও, রমনা বস্ত, জলেশ্বর,মালজেঠিয়া, গোয়ালপাড়াও মসকুরী এই ১২ সরকার ও ২৭৬ পরগণায় বিভক্ত ও ৪৯,৬১,৪৯৭ টাকা তাহার জমা ধাৰ্য্য হইয়াছিল। কিন্তু উক্ত ধাৰ্য্য জমার মধ্যে ৩২টী মহাল উড়িষ্যার রাজবংশের ও অন্যান্ত রাজার হস্তে থাকায়, তাহাদের জমা মোট জমা হইতে বাদ যাইত। উক্ত ৩২ মহাল ৮,৭৩,৫১৮ জমা নির্দিষ্ট হয়। তাহাহইলে প্রকৃত প্রস্তাবে সমগ্র সুবা উড়িষ্যায় মোট তক সুব উড়িষ্য।