পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় ৷ 80:0: মোগল শাসনের পূৰ্ব্বে প্রধান প্রধান স্থানে কাজীগণ শাসন ও বিচার উভয় বিধ কাৰ্য্য করিতেন । কিন্তু মোগল শাসনকালে ফৌজদারী প্রথার সুচারু রূপ বন্দোবস্ত হওয়ায়, ফৌজদারগণ সাধারণতঃ শাসনকাৰ্য্য ও কাজীগণ বিচারকার্য্যের ভার গ্রহণ করিতেন। ফৌজদার দিগকেও কোন কোন বিষয়ের বিচার করিতে হইত। তদ্ভিন্ন নাজিমী ও দেওয়ানীর কৰ্ম্মচারিগণও কোন কোন বিষয়ের বিচার করিতেন। মুর্শিদকুলী খাঁ রাজস্ব বন্দোবস্ত ও শাসনপ্রথার সংশোধনের সহিত বিচারপ্রথারও সংশোধন করিয়া চারি প্রকার বিচার বিভাগেরও সুচারু রূপ বন্দোবস্ত ও সেই সেই বিভাগের বিচারালয় স্থাপন করেন। তাহার সময়ে নিজামত আদালত, দেওয়ানী আদালত কাজী আদালত ও ফৌজদারী আদালত এই চারি প্রকার আদালতের বিচারাদির সুন্দর বন্দোবস্ত আরম্ভ হয়। নিজামত আদালতে স্বয়ং নাজিম বিচার কার্য্য করিতেন । র্তাহার সাহায্যের জন্ত কাজী, মুফতী ও উলামাগণকে উপস্থিত থাকিতে হইত। নাজিমকে নানা কার্য্যে ব্যাপৃত থাকিতে হইত বলিয়া, পরিশেষে নিজামত আদালতে একজন দারোগ নিযুক্ত হন। তিনি নাজিমের প্রতিনিধিস্বরূপে অভিযোগাদি শ্রবণ করিয়া আপনার মন্তব্যসহ সেই সমস্ত নাজিমের নিকট পঠাইয়া দিতেন। কুলী খাঁ সপ্তাহের মধ্যে দুই দিন নিজামত আদালতে উপবেশন করিয়া শেষ আদেশ প্রদান করিতেন। জমীদারদিগের মধ্যে পরস্পরের বিবাদ, প্রজাদিগের সহিত র্তাহাদের বিবাদ ও হিন্দু মুসলমানের ফৌজদারী বিচার এই আদালতে হইত। নরহত্য, ডাকাইতি, রাহাদানী প্রভৃতির জন্য আপরাধীকে ধৃত করার পরওয়ানা বাহির হওয়ার উল্লেখ দেখা যায়। নিকটস্থ কুলীৰ্থার বিচারপ্রথ। ।