পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ు e মুর্শিদাবাদের ইতিহাস । কুলী খাঁ আপনার প্রাসাদদি নিৰ্ম্মাণ করাইয়াছিলেন। তাহারই নিকটে মণিবেগমের নিৰ্ম্মিত বর্তমান সুবৃহৎ মসজীদের স্থানে তাহার চেহেল-সেতুন বা চত্বারিংশস্তম্ভযুক্ত দরবার-গৃহ প্রতিষ্ঠিত হইয়াছিল। ইহারই নিকটে চক বা সহরের প্রসিদ্ধ বাজার অবস্থিত হয়। সেই সুবৃহৎ বাজারের নামানুসারে মুর্শিদাবাদ জেলার অধিবাসিগণ অস্থাপি নগর মুর্শিদাবাদকে চক নামেও অভিহিত করিয়া থাকে। এতদ্ভিন্ন বহুসংখ্যক মসজীদ ও ভজনালয়ও নিৰ্ম্মিত হইয়াছিল। নবাবের প্রাসাদ ব্যতীত মহিমাপুরে জগৎশেঠদিগের ইন্দ্রপুরীতুল্য বাসভবন, ভাগীরথীর পশ্চিম তীরে ডাহাপাড়ার বঙ্গাধিকারিগণের বিশাল অট্টালিকা ও অন্তান্ত আমীর ও সন্ত্রান্ত জনগণের সৌধমালায় সজ্জিত হইয়া মুর্শিদাবাদ দিন দিন রমণীয় মূৰ্ত্তি ধারণ করিতে আরম্ভ করে ও স্বচ্ছসলিলা ভাগীরথীবক্ষ প্রতিবিম্বিত করিয়া তুলে। বাঙ্গলার প্রধান প্রধান রাজা ও জমীদারগণ তথায় আপনাদিগের সাময়িক বাসস্থানও নিৰ্ম্মাণ করাইয়াছিলেন। ব্যবসায়ী, ধনী মহাজনগণও ক্রমে মুর্শিদাবাদে আসিয়া বাস করিয়া তাহার গৌরব বৰ্দ্ধিত করিয়া তুলেন। পরবর্তী নবাবগণের সময়ও মুর্শিদাবাদ রমণীয় অট্টালিকাদিতে ভূষিত ও ধনশালী সন্ত্রান্ত জনগণ কর্তৃক অধুষিত হওয়ায়, ইহার শ্ৰীবৃদ্ধি ক্রমে উচ্চতম সোপানে আরোহণ করে। পলাশীযুদ্ধের পর ক্লাইব মুর্শিদাবাদের কথা ইংলণ্ডে এইরূপ লিখিয়াছিলেন যে, মুর্শিদাবাদ নগর লওনের স্তায় সুবিস্তৃত, জনপরিপূর্ণ ও ধনশালী। এই উভয় নগরের মধ্যে পার্থক্য এই যে, মুর্শিদাবাদের অধিবাসিগণ লওনের অধিবাসিগণ অপেক্ষ অসীমসম্পত্তিশালী।* কিন্তু যে • “The city of Murshidabad is as extensive populous and rich as the city of London, with this difference, that