পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিকা। రి দিগের সহিত মিত্রতাস্থাপন করেন। ইহার পর জাঠদিগের সহিত। ইংরাজগণের গোলযোগ উপস্থিত হওয়ায় লর্ড লেক ও অবশেষে লর্ড কম্বরমিয়ার ভরতপুর আক্রমণ করিয়া জাঠদৰ্প চুর্ণ বিচুর্ণ করিয়া দেন। ভরতপুর এক্ষণে রাজপুতানার অন্যাস্ত প্রদেশের দ্যায় করদ ও মিত্ররাজ্য বলিয়া গণ্য । আরঙ্গজেবের রাজত্বসময়ে দাক্ষিণাত্য মোগলসাম্রাজ্যের অধীন ছিল, কিন্তু প্রবল পরাক্রান্ত মহারাষ্ট্রীয়গণ আপ- দাক্ষিপাতা, নাদের ক্ষমতা বিস্তার করিয়া দাক্ষিণাত্যের অনেক স্থান মহারাষ্ট্রর মোগলরাজ্য হইতে বিচ্ছিন্ন করিয়া লয়। সপ্তদশ শয়" | শতাব্দীর শেষভাগ হইতে সমগ্র অষ্টাদশ শতাব্দী ও উনবিংশ শতাবীর অনেক দিন পর্য্যস্ত এই বীরজাতি ভারতে যে অত্যন্ধুত পরাক্রম প্রদর্শন করিয়াছিল, তাহার গৌরবকাহিনী ভারত-ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় উজ্জ্বল অক্ষরে লিখিত রহিয়াছে। আরঙ্গজেব বাদসাহের হিন্দুর প্রতি অবৈধ অত্যাচারে ব্যথিত হইয় তাহার প্রতিকারেচ্ছায় ধৰ্ম্মপ্রাণ শিবাজীকর্তৃক এই বীরজাতি গঠিত হয়। বাঙ্গীর অমান্থধিক সাহস, অদম্য অব্যবসায়, অপরিসীম বীরত্ব, সুতীক্ষ বুদ্ধি ও কুট রাজনীতিবলে সম্রাট আরঙ্গজেব কিরূপ সম্ভাসিত হইয়াছিলেন, তাহ ইতিহাসপাঠক মাত্রেই অবগত আছেন । শিবাজীর মৃত্যুর পর তাহার পুত্র শঙ্কুজী মোগলদিগের সহিত অনেক দিন সংগ্রাম করিয়া অবশেষে স্বত ও আরঙ্গজেবের জাদেশে নিদারুণ যন্ত্রণ ভোগ করিয়া নিহত হন। তাছার স্ত্রী ও পুত্র দ্বিতীয় শিবাজী বা গাছ রায়গড়ে মোগলগণৰ কি নদী হইলে শতৃজীর বৈমাত্রেয় ভ্রাত রাজারাম মহারাষ্ট্রীয়গণের নেতা হন । রাজারাম মোগলগণের নিকট হইতে রায়গড়ের পুনরুদ্ধার