পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। 8や? বাদসাহদরবারে তাহার জন্য নূতন উপাধির প্রার্থনা করিলে, সম্রাট মহম্মদ সাহ তাহার রাজত্বের চতুর্থ বর্ষে অর্থাৎ ১৭২৩ খৃঃ অব্দে ফতেচাদকে জগৎশেঠ উপাধি প্রদান করিয়া, মতির কুণ্ডল ও হস্তী ও র্তাহার পুত্র আনন্দচাদকে শেঠ উপাধি ও কুণ্ডল পারিতোষিক এবং ইহার যথারীতি সনন্দ দান করিয়াছিলেন। তদবধি মুর্শিদাবাদের শেঠগণ জগৎশেঠ’ নামে অভিহিত হইয়া আসিতেছেন। তৎকালীন সমস্ত পরিজ্ঞাত জগতের মধ্যে শেঠেরা ধনসম্পত্তিতে অদ্বিতীয় থাকায়, তাহাদিগকে জগৎশেঠ উপাধি প্রদান করা হয়। ফতেচাদই প্রথমে জগৎশেঠ উপাধি প্রাপ্ত হইয়াছিলেন) এই জগৎশেঠদিগের সহিত মুর্শিদাবাদের ইতিহাসের কিরূপ নিগুঢ় সম্বন্ধ ছিল, ক্রমে ক্রমে তাহা উল্লিখিত হইবে। আপনার অস্তিম সময় ক্রমশঃ অগ্রসর হইতেছে বুঝিতে পারিয়া কুলী খ তজ্জন্ত প্রস্তুত হইতে লাগিলেন। প্রথ- মুর্শিদকুলী খার মেই তিনি আপনার সমাধিস্থান নিৰ্ম্মাণের ব্যবস্থা श्रृङ्क। করিয়াছিলেন, এক্ষণে নিজের উত্তরাধিকারী নির্ণয়ে প্রবৃত্ত হইলেন। পূৰ্ব্বে উক্ত হইয়াছে যে, কুলী খাঁ স্বীয় পুত্রের প্রাণদণ্ডের পর হইতে দৌহিত্র সরফরাজ থাকে অত্যন্ত স্নেহ করিতেন। এক্ষণে তাহাকেই উত্তরাধিকারী স্থির করিয়া ১৭২৪ খৃঃ অব্দে মুর্শিদাবাদের নাজিমীর নিমিত্ত সরফরাজের জন্ত দিল্লী দরবারে চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু তাহার জামাতা ও সরফরাজের পিতা স্বজা উদ্দীন নিজে মুর্শিদাবাদের সিংহাসনের প্রার্থী হওয়ায় ও দরবারের কৰ্ম্মচারিগণকে হস্তগত করায়, কুলী খাঁর উদ্দেশু কাৰ্য্যে পরিণত হয় নাই।

  • উক্ত সনন্দ অদ্যপি শেঠবংশীয়দিগের নিকটে বিদ্যমান আছে ।