পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ मूfिर्णांयां८ग्नज्ञ हेडिंशjन । করেন, এবং খাদেশ, বেরার প্রভৃতি স্থানের চোথ আদায় করিয়া লন। রাজারামের মৃত্যুর পর তাহার স্ত্রী তারাবাই আপনাকে স্নাজী বলিয়া ঘোষণা করেন । এই সময়ে ১৭০৭ খৃষ্টাব্দে সাহু আরঙ্গজেবের অনুগ্রহে অকুলকোটপ্রভৃতি স্থানের জায়গীর প্রাপ্ত হন ও পরে আরঙ্গজেবের মৃত্যুর পর তাহার পুত্ৰ আজিম সাহের নিকট হইতে মুক্তিলাভ করেন। ১৭৭৮ খৃষ্টাব্দে সাহু সেতারা অধিকার করিয়া তথায় সিংহাসনে উপবিষ্ট হন, ও তারাবাইর সস্থিত যুদ্ধ আরম্ভ করেন। তারাবাইর প্রধান কৰ্ম্মচারী ধনঞ্জী যাদব সাহুর সহিত যোগ দেন। অনেক দিন পর্য্যন্ত উভয় পক্ষের বিবাদ চলিয়াছিল। অবশেষে ১৭১০ খৃষ্টাবো তারাবাই পানাল দুর্গ অধিকার করিয়া তাহার নিকটস্থ কোলাপুরে আপনার রাজধানী স্থাপন করেন। এইরূপে শিবাজীর বংশ দুইট প্রধান ভাগে বিভক্ত হইয়া যায়। পরে ক্রমে ক্রমে মহারাষ্ট্রীয় প্রধানবর্গের মধ্যে ঈর্ষা, দ্বেষ ও অস্থয়ার বৃদ্ধি হওয়ায় মহারাষ্ট্ৰীয়দিগের ক্ষমতা দিন দিন হীন হইতে থাকে, ও তাহাদিগের ধ্বংসের পথ প্রশস্ত হইয় উঠে। ধনজী যাদবের মৃত্যুর পর তাঙ্গর পুত্র চন্দ্রসেন যাদব ও কারকুন বালাজী বিশ্বনাথের মধ্যে বিবাদ উপস্থিত হয়। এই সময়ে ১৭১২ খৃষ্টাৰে তারাবাইর পুত্র বসত্তরোগে প্রাণত্যাগ করায়, তাহার প্রধান কৰ্ম্মচারী রামচন্দ্র পস্ত উছার সপত্নীপুত্র শম্ভুজীকে কোলাপুরের সিংহাসনে স্থাপন করিয়া তারাবাই ও র্তাহার পুত্রবধুকে কার্যক্ষদ্ধ করেন। চন্দ্রসেন যাদব সাহুর সেনাभठि निबूङ श्हेब्रt cछोथश्वङ्गठि अांनाएग्नद्र छछ डिग्न डिद्र शंदन প্রেরিত হন। বিশ্বনাথের সহিত র্তাহার বিবাদ আরম্ভ হওয়ায়, এবং সাহু বিশ্বনাথের পক্ষসমর্থন করায়, চন্দ্রসেন কোলাপুরে গমন