পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ԳՀ. মুর্শিদাবাদের ইতিহাস । অন্ন পাইত। দুই সহস্র কারী (কোরাণ পাঠার্থী) ও তসবী ( মালাজপক ) তাহার ভোজনাগারে নিত্য ভোজন করিত। তদ্ভিন্ন পশু, পক্ষী, কীট পতঙ্গগণকেও তিনি ভোজন করাইতেন। যাহাতে রাজ্যমধ্যে দুর্ভিক্ষ উপস্থিত না হয়, তজ্জন্ত তিনি সতর্কতা অবলম্বন করিতেন, এবং যাহাতে শস্তের ব্যবসায় একচেটিয়া না হয় তদ্বিষয়েও তাহার তীক্ষ দৃষ্টি ছিল। তিনি বাজারদরের অনুসন্ধান লইতেন। কোন স্থানে অতিরিক্ত দরের কথা জানিতে পারিলে, নবাব বিক্রয়কারীর কঠোর শাস্তি বিধান করিতেন, সাধারণতঃ তাহাকে গর্দভের পৃষ্ঠে বসাইয়া নগর প্রদক্ষিণ করান হইত। শস্তের আমদানী কম ও দ্রব্যাদি মহার্ঘ হইলে, তিনি পল্লীগ্রামে দারোগ পঠাইয়া লোকদিগের গোল ভঙ্গ করিয়া নগরে শস্যের আমদানী করাইতেন। কুলী খাঁর সময়ে মুর্শিদাবাদে টাকায় ৪/৫ মণ করিয়া চাউল বিক্রয় হইত। লোকে মাসিক ১ টাকা ব্যয়ে প্রত্যহ পোলাও কালিয়া ভোজন করিতে পারিত। ইউরোপীয় সওদাগরের ব্যবসায়ের জন্ত শস্যাদি জাহাজে বোঝাই দিতে পারিতেন না, অথবা কোন সওদাগরের গঞ্জ, গোল প্রভৃতি রক্ষা করার আদেশ ছিল না। যাহাতে ইউরোপীয়গণ আহাৰ্য্য শস্য ব্যতীত অতিরিক্ত শস্য জাহাজে বোঝাই করিতে না পারেন, বারে এই উৎসব হয় । খাজা খিজিরের উপলক্ষে এই উৎসবের অনুষ্ঠান । छनौ ३लाग्नानप्क भूनब्बोत्नब्रो थिजिङ्ग बलिप्नो थोप्कन। थिखिच्न औदन নিঝর পাৰ করিয়াছিলেন বলিয়। কথিত হন । এই উৎসব উপলক্ষে মুর্শিদী বাদে বহু লোকের সমাগম হয়। পূৰ্ব্বে মহাসমারোহের সহিত এই উৎসব সম্পন্ন হইত। মুর্শিদাবাদ কাহিনীর ব্যারা প্রবন্ধে ইহার বিস্তৃত বিবরণ &थमड हईब्रांप्छ ।

  • दिब्रांडून नाजालौटन कॆाकांग्न e७ भ१ कोछण विज्जौऊ श्ऊ बनिग्री উল্লিখিত হইয়াছে।”