পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৭৬ মুর্শিদাবাদের ইতিহাস । কুলী খাঁ প্রাণদণ্ডের পরিবর্তে অন্ত কোন দণ্ডের ব্যবস্থা হইতে পারে কি না কাজীকে জিজ্ঞাসা করিলে, কাজী উত্তর করেন ষে, অনুরোধকারীর প্রাণদণ্ড বিধান করিতে যতটুকু সময় লাগে, তত টুকু সময় পৰ্য্যন্ত অপরাধীর প্রাণ রক্ষা করা যাইতে পারে। কুলী খাঁ বৃন্দাবনের প্রাণরক্ষার চেষ্টা করিয়াও কৃতকাৰ্য্য হইলেন না। সাজাদা আজিম ওখান ও বাদসহ আরঙ্গ জেবের নিকট বৃন্দাবনের প্রাণরক্ষার জন্য অনুরোধ করিয়াছিলেন । কিন্তু তাঁহাতেও কোন ফল হয় নাই। কাজী স্বহস্তে শর বিদ্ধ করিয়া বৃন্দাবনের প্রাণ নাশ করেন। বৃন্দাবনের হত্যার পর আজিম ওশ্বান বাদসাহ আলমগীরকে এইরূপ লেখেন যে, কাজী সরফ, উন্মত্ত হইয়া বৃন্দাবনকে অকারণে নিজ হস্তে বধ করিয়াছেন। বাদসাহ তাহার উত্তরে লিথিয়া পাঠান যে “কাজী সরফ, খোদাকে তরফ,” আরঙ্গ জেবের মৃত্যুর পর সরফ, কাজীর পদ পরিত্যাগ করেন, এবং কুলী খাঁর অনেক অনুরোধসত্ত্বেও উক্ত পদে স্থায়ী থাকিতে সন্মত হন নাই । * নবাব জাফর র্থার স্বধৰ্ম্মের প্রতি এরূপ শ্রদ্ধা ছিল যে, বাৰ্দ্ধক্য উপস্থিত হইলে, তাহার অন্তিম সময় নিকটবৰ্ত্তী বুঝিয়, তিনি একটা মসজীদ ও আপনার সমাধিস্থাননিৰ্ম্মাণে ইচ্ছুক হন। তজ্জন্তই কাটরার মসজীদ ও তাহার সোপানাবলীর নিয়ে তাহার সমাধিস্থান নির্মিত হয়। মৃত্যুর পর তিনি তথায় সমাহিত হইয়াছিলেন। ● वश्ब्रभभूब्रब्र शूर्ति कां★ौभवांबांप्इब्र प्रक्रिt१ निब्रछांत्री नांभक शांप्न कांछौ नब्रय विश्लौब्रटिशंद्र यक मनऔन श्रांप्छ् ।