পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8brR মুর্শিদাবাদের ইতিহাস । দেওয়ানী ও পরে সুবেদারী প্রাপ্ত হইলে, স্বীয় জামাত মুজা উদ্দীনকে উড়িষ্যার নায়েব দেওয়ানী ও নায়েব নাজিমী, প্রদান করেন। কিন্তু এই সময় হইতেই শ্বশুর ও জামাতার মধেট মনোমালিন্য ঘটিতে আরম্ভ হয়। উভয়ের মনোভাব বিভিন্ন থাকায় ও শাসনকার্য্যে অনেক বিষয়ে মতভেদ উপস্থিত হওয়ায়, এই মনোমালিন্য ঘটিয়া উঠে। স্বজ সেই জন্ত স্বীয় শ্বশুরের নিকট হইতে দূরে থাকার ইচ্ছা করিয়া উড়িষ্যাতে আপনার আবাসস্থান স্থাপন করিলেন, এবং উক্ত প্রদেশের শাসনকার্য্যের জন্ত তৎপ্রদেশে প্রতিনিয়ত থাকাও যুক্তিযুক্ত বলিয়া বোধ হইয়াছিল। কিন্তু তাহার স্ত্রী জিন্নেতেন্নেসা আপনার পুত্র আসাদুল্লাকে (সরফরাজ খাঁ) লইয়া মুর্শিদাবাদে অবস্থিতি করিতে লাগিলেন। কেবল পিতাপতির মনোমালিন্য র্তাহার নিবাসের কারণ নহে, তিনি স্বামীর চরিত্রদোষের জন্ত র্তাহার উপর বিরাগবশতঃ উড়িষ্যায় যাইতে অভিলাষিণী হইলেন না। মুজা উদ্দীন উড়িষ্যার শাসনভার গ্রহণ করিয়া স্বীয় ঔদার্য্যেও স্ববিচারে প্রজাবর্গের মনস্তুষ্টি করিয়া নিৰ্ব্বিবাদে তৎপ্রদেশে রাজত্ব করিতে লাগিলেন। সুজার উড়িষ্যায় অবস্থানকালে মির্জ মহম্মদনামক এক ব্যক্তি তাহার নিকট উপস্থিত হন। মির্জ আফসারবংশীয় মুজার কোন মির্জা মহম্মদ ও তৎ- আত্মীয়াকে বিবাহ করিয়াছিলেন। এই বিবাহে পুত্রদ্বয় হাজী আহম্মদ দুইটা পুত্রের জন্ম হয়। জ্যেষ্ঠ হাজী আহম্মদ **"ি ও কনিষ্ট মির্জ মহম্মদ আলি, এই মির্জ মহম্মদ আলি পরিশেষে আলিবর্দী খাঁ নামে পরিচিত হইয়া বাঙ্গলার

  • Mutaqherin, English Translation vol 1. p. 297. Stewart p. 2oo. R

+ তারিখ বাঙ্গলায় ও রিয়াজে মির্জা বনী লিখিত আছে।