পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bや মুর্শিদাবাদের ইতিহাস । মুর্শিদাবাভিমুখে অগ্রসর হইতে না হইতে র্তাহারা মুর্শিদকুলী খাঁর মৃত্যুসংবাদ প্রাপ্ত হইলেন, এবং তাহার দুই এক দিন পরে মেদিনীপুরের পথে বাঙ্গলা ও উড়িষ্যার সুবেদারীর সনদ আসিয়া পহছিল। যে স্থানে উক্ত সনন্দ প্রাপ্ত হন, তথায় ক্ষণকাল বিশ্রাম করিয়া ভবিষ্য মঙ্গলাশায় পুলকিত হইয়া সুজা উক্ত স্থানকে মোবারক-মঞ্জিল' অর্থাৎ মঙ্গলভূমি আখ্যা প্রদান করেন। তিনি মুর্শিদাবাদে উপস্থিত হইয়াই মুর্শিদকুলী খাঁর নির্মিত চেহেল সেতুনে গমন করেন, ও যাবতীয় কৰ্ম্মচারিগণকে আহবান করিয়া তাহাদের সন্মুখে সনন্দ পাঠ করিতে অনুমতি দেন। তৎপরে মসনদে উপবিষ্ট হইয়া নাগরাবাদকদিগকে এই ঘটনা ঘোষণা করার জন্ত আদেশ দিয়া, সকলের নিকট হইতে নজর ও উপহার লইতে প্রবৃত্ত হন। সরফরাজ খ’ এই সমস্ত বিষয়ের কিছুই জ্ঞাত ছিলেন না । তিনি আপনাকে মুর্শিদকুলী থার একমাত্র উত্তরাধিকারী ও প্রতিদ্বন্দীশূন্ত বিবেচনা করিয়া কেল্লা হইতে প্রায় এক ক্রোশ দূরে স্বীয় ভবনে নিশ্চিন্ত ভাবে অবস্থান করিতেছিলেন। নগরমধ্যে যে এইরূপ ঘটনা হইতেছে তাহ আদৌ বুঝিতে পারেন নাই। নাগরার শব্দ কর্ণগোচর হওয়ায়, কারণানুসন্ধানে প্রবৃত্ত হইয়া সমস্ত বিষয় জ্ঞাত হইলেন। তিনি কিংকর্তব্যবিমূঢ় হইয়া প্রধান প্রধান সভাসদকে উপায় স্থির করার জন্য অনুরোধ করায় সকলে তাহাকে পিতার বগুত স্বীকার করিতে পরামর্শ দিলেন। তাহারা সরফরাজকে বিশেষ করিয়া বুঝাইয়া দিলেন যে, যখন মুজ সিংহাসন, নগর ও রাজকোষ সমস্তই অধিকার করিয়াছেন, তখন তাহার বগুত, স্বীকার ব্যতীত অন্ত কোন উপায় নাই। সরফরাজ র্তাহাদের প্রস্তাবে সন্মত হইয়া পিতার সম্মুখে উপস্থিত হইলেন, এবং পিতার পদ চুম্বন ও