পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । 8ህምዓ র্তাহাকে নজর প্রদান করিলেন। পরে যাবতীয়বিদ্বেষ ভাববিস্তৃত হইয়া পিতার সুবেদারী প্রাপ্তির জন্ত আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। সুজা উদ্দীন পুত্রের সদ্ব্যবহারে সন্তুষ্ট হইয়া এবং স্বীয় প্রণয়িণীর সহিত পুনৰ্ব্বার মিলনের আশায় সরফরাজ খাকে বাঙ্গলার দেওয়ানী পদে স্থায়ী রাখিলেন। উক্ত কাৰ্য্য পরিচালনার্থ রাজ্যশাসনের আয়ব্যয়সংক্রান্ত জ্ঞানেরও বিশেষ রূপ কাৰ্য্য- বন্দোবস্ত । তৎপরতার আবশ্বক থাকায়, রায় আলমৰ্চাদ নামক জনৈক হিন্দু সরফরাজের সহকারী নিযুক্ত হন। আমলচাদ পূৰ্ব্বে সুজার খাস দেওয়ানীর কার্য্য করিতেন, এবং অত্যন্ত বিশ্বাসী বলিয়া পরিচিত ছিলেন। তাহাকে নায়েব দেওয়ানী পদে নিযুক্ত করায়, সরফরাজ আপন কাৰ্য্যভার অনেক পরিমাণে লঘু বোধ করিতে লাগিলেন। নবাব সুজা খাও বাঙ্গলার দেওয়ানী কাৰ্য্য উত্তম রূপে পরিচালিত হইবে জানিয়া নিশ্চিন্ত হইলেন। নবাব সুজা উদ্দীন বাঙ্গলার শাসনভার পরিচালনের জন্য একটী মন্ত্রিসভা গঠন করেন। তাহাতে হাজী আহম্মদ ও আলিবর্দী খাঁ ভ্রাতৃদ্বয় রায় আলমচাদ ও জগৎশেঠ ফতেচাদকে মনোনীত করা হয়। আলমৰ্চাদ

  • Mutaqherin vol. I. P. 302. foreto footwo তারিখ বাঙ্গলায় অার এক প্রকার বিবরণ দেখিতে পাওয়া যায়। সরফরাজ খাঁ शूर्ति इ३tउझे छछ। ऎकौएनङ्ग अtशृभमन२वांश थt« इश्ब्राझिtजन, ७ष९ ॐांशव्र বিরুদ্ধাচরণ করিতে প্রস্তুত হইতেছিলেন, কিন্তু স্বীয় মাতা ও মাতামহীর অনুরোধে বাঙ্গলার দেওয়ানীতেই সস্তুষ্ট থাকিয়, অগ্রসর হইয়। পিতাকে নগরমধ্যে আনয়নপূর্বক উহাকে প্রসাদের ভারাপণ করিয়া আপন আবাস স্থান নেক্টাখালিতে বাস করিতে লাগিলেন, এবং তদবধি পিতার কোনরূপ बिङ्गकोझब्रक् काब्रन नाइँ ।