পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায়। Bbrసి হইয়াছিল। র্তাহাদের প্রতি এরূপ আদেশ প্রদত্ত হয় যে, তাহারা যেন তাহদের জমীদারীর কৃষি ও বাণিজ্যের জন্ত যত্নবান হন, ও তাহাদিগকে অভয় প্রদান করিয়া বলেন যে, ভবিষ্যতে আর র্তাহাদিগকে কষ্টভোগ করিতে হইবে না, এবং ইহাও বলিয়া দেন যে, যেমন র্তাহারা নিজে অনেক দিন হইতে কষ্ট ভোগ করিয়াছেন, সেইরূপ কষ্ট যেন প্রজাবৰ্গকে দেওয়া না হয়। হাজী আহম্মদের পরামর্শক্রমে জমীদারদিগকে মুক্তি দেওয়া হইয়াছিল বলিয়া কথিত হইয়া থাকে। ৯ জমীদারের তাহার কথায় প্রতিশ্রত হইলে, সকলকে প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করাইয়া লওয়া হইল। পরে প্রত্যেককে আপনাপন মৰ্য্যাদানুসারে খেলাৎ প্রদান করিয়া তাহাদিগকে গৃহে যাইতে অনুমতি দিলেন, এবং জগৎশেঠের দ্বারা তাহাদের রাজস্ব প্রদানের আদেশ দেওয়া হইল। এই রূপে সুজা উদ্দীনের রাজত্বকালে জমীদারগণ কষ্টভোগ হইতে নিষ্কৃতি লাভ করিয়াছিলেন। জমীদারগণকে কারামুক্ত করিয়া সুজ রাজ্যের ভিন্ন ভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে নিযুক্ত করিলেন। সরফরাজ খার উপর বাঙ্গলার দেওয়ানী ভার অর্পিত হইয়াছিল তাহ পূৰ্ব্বে উক্ত হইয়াছে। মহম্মদ তকী খ উড়িষ্যার ও নবাবের জামাত দ্বিতীয় মুর্শিদকুলী খার উপর ঢাকা বা জাহাঙ্গীরনগরের নায়েব নাজিমীর পদ প্রদত্ত হইল। আলিবর্দী খাঁ প্রথমে রাজমহলের ফৌজদার নিযুক্ত হইয়াছিলেন, পরে তাহার কনিষ্ঠ ভ্রাতুষ্পুত্র ও জামাত জৈন্তুদ্দীন সেই পদে নিযুক্ত হন। আলিবর্দীর আত্মীয়গণও র্তাহার অনুগ্রহ হইতে বঞ্চিত হন নাই। হাজী আহম্মদের তিন পুত্রের সহিত আলিবর্দী খাঁর কন্যা

  • Holwell's Interesting Historical Events Part I. Chapt. II. Page 35,

नम्